1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আল-কায়েদা দুর্বল হলেও বিশ্ব আশঙ্কামুক্ত নয়'

২ মে ২০১২

ওসামা বিন লাদেনের মৃত্যুর পর সাংগঠনিকভাবে আল-কায়েদা যথেষ্টই দুর্বল হয়ে গেছে৷ বিশেষ করে বড় ধরনের কোনো নতুন কর্মতৎপরতা শুরু করার জন্য যে বিপুল অর্থনৈতিক সামর্থ্যের প্রয়োজন, তারও হয়তো কিছুটা ঘাটতি দেখা দিয়েছে৷

https://p.dw.com/p/14nco
ছবি: Picture-Alliance/dpa

জঙ্গি সংগঠন আল-কায়েদা'র প্রধান ওসামা বিন লাদেন হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলো৷ মূল নেতাকে হারিয়ে কেমন আছে এখন সংগঠনটি? এই প্রশ্নের উত্তরে আল-কায়েদার সাংগঠনিক দুর্বলতা এবং অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷

তাঁর মতে, বিন লাদেন'কে হারিয়ে আল-কায়েদা চাপে পড়েছে৷ তাই, এই এক বছরে সংগঠনটির কর্মতৎপরতা ছিল কম৷ তবে, দুর্বল হয়ে এলেও সংগঠনটিকে নিয়ে একেবারে আশঙ্কা মুক্ত হওয়া যাবে না বলেই মনে করছেন তিনি৷

মার্কিন বিশেষ বাহিনীর হামলায় গত বছর ২রা মে পাকিস্তানের অ্যাবোটাবাদে নিহত হয় ওসামা বিন লাদেন৷ তাকে হত্যার এক বছর পূর্তির দিনটিকে বিশেষভাবে স্মরণ করছে অ্যামেরিকা৷ দেশটির কর্তাব্যক্তিরা বলছে, ৯/১১ এর হামলার মূল হোতা লাদেন'কে হত্যা করে অনেকটাই ভারমুক্ত হয়েছে অ্যামেরিকা৷

Bombenanschläge in Bangladesh
বাংলাদেশও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেছবি: AP

তবে, ড. ইমতিয়াজ আরো মনে করেন, আল কায়েদা এখন আপাত অর্থে দুবর্ল অবস্থায় আছে বটে৷ কিন্তু একই ধরণের মতাদর্শে বিশ্বাস করে – এমন সংগঠনের সাথে মিলে আল-কায়েদার নতুন কোনো পরিকল্পনার সম্ভাবনাও একবারে উড়িয়ে দেয়া উচিত হবে না৷

বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থী হামলা...

ধর্মীয় উগ্রপন্থী রাজনৈতিক সংগঠনের নামে বাংলাদেশেও গত এক দশকে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে৷ কিন্তু এসব সংগঠনের কার্যক্রম গত কিছুদিন হঠাৎ করেই একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে৷

এই বিষয়টি নিয়ে অধ্যাপক ইমতিয়াজ বলেন, ‘‘একটি সময়ে সারা দেশে তারা হামলা করল, তারা অনেক সক্রিয় ছিল৷ কিন্তু হঠাৎ করেই তারা এখন নিস্ক্রিয়৷ এই বিষয়টির কোনো কারণ কিন্তু এখনো স্পষ্ট জানা যায় নি৷'

তিনি বলেন, ‘‘তারা যখন সক্রিয় ছিল, কেন সক্রিয় ছিল, আর এখন যে সক্রিয় নেই – কেন নেই এ বিষয়ে ভালো করে অনুসন্ধান হওয়া উচিত৷ কিন্তু সেটি হচ্ছে না৷''

প্রতিবেদন: আফরোজো সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান