1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আল-কায়েদার ভিডিও বার্তার তদন্ত

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৭ ফেব্রুয়ারি ২০১৪

আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরির ভিডিও বার্তায় ‘বাংলাদেশে ইসলাম বিরোধীদের' প্রতিরোধের হুমকির বিষয়টি তদন্ত করে দেখছে সরকার৷ তবে এই ভিডিও বার্তা সত্যিই আল-কায়েদার কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সরকারের মন্ত্রীরা৷

https://p.dw.com/p/1BADc
Internetvideo Al-Kaida Ayman al-Zawahiri 2013 ARCHIVBILD
ছবি: picture-alliance/dpa

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান আল-কায়েদার ভিডিও বার্তার তদন্ত করা হচ্ছে জানিয়ে বলেছেন, আল-কায়েদার হুমকিতে সরকার ভীত বা বিচলিত নয়৷ যে কোনো জঙ্গিদের হুমকি মোকাবেলার সামর্থ্য সরকারের রয়েছে৷ তিনি বলেন, ভিডিও বার্তার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে৷

তিনি বলেন, যে সব দেশে আল-কায়েদার তত্‍পর, সেখানে স্থানীয়রা এতে ইন্ধন দেয়৷ কিন্তু বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাস, আল-কায়েদার হুমকি – কোনোটাই চায় না৷

এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই ভিডিও বার্তার সঙ্গে জামায়াতে ইসলামী ও বিএনপির যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন৷ তিনি বলেছেন, তদন্তে সত্যতা মিললে জামায়াত ও বিএনপির সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিদের সম্পর্ক প্রমাণিত হবে৷

আল-জাওয়াহিরি তাঁর বক্তব্যে সরাসরি হেফাজতে ইসলাম বা জামায়াতে ইসলামীর নাম বলেননি৷ তবে বার্তাটির শুরুতে হেফাজতের সমাবেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের চিত্র দেখানো হয়েছে৷ একটি অংশে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার নিয়ে ক্ষোভও প্রকাশ করা হয়েছে৷

আল-কায়েদার ভিডিও বার্তায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নানাভাবে কটাক্ষ করা হয়েছে৷ আল-জাওয়াহিরি বাংলাদেশের বর্তমান সরকারকে ‘ইসলামবিরোধী' ও ‘ধর্মনিরপেক্ষ' আখ্যায়িত করেছেন৷

আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেছেন, আল-কায়েদার ভিডিও বার্তায় যেসব কথা রয়েছে তার সঙ্গে বিএনপি-জামায়াতের কথার মিল রয়েছে৷ এই ভিডিও বার্তার সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে৷ তিনি বলেছেন, পুরো ভিডিও বার্তাটি বিশ্লেষণ করলে এর ভাষা এবং অবস্থান থেকেই জামায়াত-বিএনপির কথার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়৷

এদিকে হেফাজতে ইসলাম এবং জামায়াতে ইসলামী আলাদা বিবৃতিতে বলেছে, আল-কায়েদার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই৷ জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, ‘‘আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আল-কায়েদার সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরের কোনো ধরনের সম্পর্ক থাকার প্রশ্নই আসে না৷ উপরন্তু আমরা যে কোনো ধরনের জঙ্গিবাদকে আন্তরিকভাবে ঘৃণা করি৷''

তিনি বলেন, ‘‘দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, ইসলাম ও দেশ প্রেমিক নাগরিকদের বিরুদ্ধে এটি (জাওয়াহিরির ভিডিও বার্তা) একটি নতুন ষড়যন্ত্র কি না, তা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন, উত্‍কণ্ঠিত৷'' বাংলাদেশ যে কোনো ধরনের উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে মুক্ত বলে বিবৃতিতে দাবি করা হয়৷

ওদিকে বিএনপিকে জড়িয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যকে ‘রাবিশ' বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান জেনারেল মাহবুবুর রহমান (অব.)৷ তিনি বলেছেন, বিএনপিই বাংলাদেশে জঙ্গি দমন করেছে৷ তাই জঙ্গিদের বিরুদ্ধে বিএনপির অবস্থান স্পষ্ট৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য