1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিকিৎসক বনাম রোগী

১৮ এপ্রিল ২০১৪

চিকিৎসকদের ওপর হামলার ঘটনা এবং ঢাকার বারডেম হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি ও রোগীদের দুর্ভোগ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো, মানে ব্লগ এবং ফেসবুকে দু’পক্ষের নানা প্রতিক্রিয়া ধরা পড়ছে এখনও৷

https://p.dw.com/p/1BkcJ
Krankenhaus in Bangladesch
ছবি: picture-alliance/dpa

সামহয়্যার ইন ব্লগে মো. মোশাররফ লিখেছেন, ‘‘ডাক্তাররা তো রীতিমতো ভয় দেখানো শুরু করে দিয়েছেন, আমাদের বাঁচানোর বদলে মেরেই ফেলবেন৷''

তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান অবস্থার কথা উল্লেখ করেছেন৷ লিখেছেন, ‘‘সেখানে গেলে দেখবেন একটা সুরম্য ছয় তলা ভবন৷ প্রায় ছয় বছর আগে এর কাজ শেষ হয়েছে৷ নতুন যন্ত্রপাতি বাক্স বন্দি৷ এটা এখনো কোনো অজ্ঞাত কারণে চালু হচ্ছে না৷

এমন অনেক উদাহরণ আছে৷'' তাঁর প্রশ্ন ‘‘এই যে কোটি কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হলো এর দায় কার? এর জন্য ডাক্তাররা কি কখনো আন্দোলন করেছেন?''

Krankenhaus in Bangladesch
‘‘ডাক্তাররা আমাদের বাঁচানোর বদলে মেরেই ফেলবেন৷''ছবি: picture-alliance/dpa

তিনি আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, ‘‘আমি জানি অসুস্থ হলে হাসপাতালের বারান্দা থেকে বেড পর্যন্ত যেতে পারবো না৷ বিনা চিকিৎসায় মারা যাবো৷ আমি আজ পর্যন্ত খুব কম লোককেই উকিল সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে শুনেছি৷ ওদের তো কেউ কেউ কসাই, জাত কসাই বলেন না?''

একই ব্লগে ইমতিয়াজ ইমন চিকিৎসকদের পক্ষে কথা বলেছেন৷ তিনি লিখেছেন, ‘‘চীনে ডাক্তারদের পড়ালেখার পাশাপাশি কুংফু শেখাচ্ছে৷ রোগীদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্যই এই ব্যবস্থা৷ আমাদের দেশেও বোধহয় এটা চালু করা উচিত৷ আমাদের দেশের অবস্থা তো আরো ভয়াবহ৷'' লিখেছেন, ‘‘গতকাল আমার ফেসবুকের স্ট্যাটাসে একজনের মন্তব্য, ‘কসাইগুলো মাংস খেয়ে খেয়ে মোটা হচ্ছে৷ মেরে ওদের চর্বি কমানো দরকার৷' কি ভয়াবহ চিন্তা ভাবনা! ডাক্তার পেটানোকে তারা প্রায় মহৎ কর্মের পর্যায়ে ফেলে দিয়েছে৷''

তিনি আরো লিখেছেন, ‘‘গত কয়েকদিনে ফেসবুক এবং ব্লগে ডাক্তার বিরোধী অনেকগুলো পোস্ট এবং মন্তব্য পড়লাম৷ কারো বাবা, কারো ভাই, কারো কাজের বুয়া কিভাবে ডাক্তারদের অপচিকিৎসার শিকার হয়েছে তার বিশদ বর্ণনা উঠে এসেছে সবার লেখায়৷''

তাঁর প্রশ্ন, ‘‘সব ডাক্তারই কি ভুল করেছে?''

যাঁরা লিখেছেন, তাঁদের প্রতি অনুরোধ তাঁর অনুরোধ, ‘‘আপনারা একটা দিন কোনো একটি সরকারি হাসপাতালে কাটান৷ একজন ডাক্তার কি করছেন তা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করুন৷ আমার বিশ্বাস, ডাক্তারদের প্রতি আপনার মনোভাব পাল্টাবে৷''

আমার ব্লগে সৌমেন চক্রবর্তী নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন৷ লিখেছেন, ‘‘আমি নিজে আইসিইউ-তে কাজ করি৷ এক নারী কয়েকদিন আগে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন৷ রোগীর ভেনটিলেশন লাগবে৷ কিন্তু এই সিদ্ধান্ত বিশ্বের অন্য দেশে চিকিৎসকরা নিলেও, এখানে নিতে হয় রোগীর আত্মীয়দের৷ তাঁদের অনুমতি ছাড়া সম্ভব না৷ কিন্তু আত্মীয়দের কাউকে না পেয়ে নিজেই সিদ্ধান্ত নিলাম৷ কিন্তু রোগীর অবস্থা খারাপ হলো, পরে কার্ডিয়াক অ্যারেস্টে উনি মারা গেলেন৷ এরপর তাঁর ছেলে আমার বিরুদ্ধে অভিযোগ তুললো৷ অথচ দরকারের সময় সে ছিল না৷''

তিনি প্রশ্ন রেখেছেন, ‘‘তাঁর মাকে বাঁচানোর শেষ চেষ্টা করা কি আমার অন্যায় ছিল? অথচ এর পুরস্কার হিসেবে সেদিন হাসপাতালে এসে ৩০-৩৫ জন অস্ত্রসহ আমারে ঘিরে ফেলেছিল৷ অকথ্য গালি-গালাজ করেছিল৷''

ডয়চে ভেলের ফেসবুক পাতায় অঞ্জন লিখেছেন, ‘‘যেসব ডাক্তার রাজনীতির নামে, ধর্মঘটের নামে সাধারণ রোগীদের কষ্ট দেন তাঁদের মৃত্যুদণ্ড দেয়া উচিত৷ ওঁদের চেয়ে দেশের খেটে খাওয়া মানুষগুলো অনেক উত্তম৷''

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য