1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো ব্যাংক অনুমোদনের সিদ্ধান্তে অখুশি অর্থনীতিবিদরা

১৭ সেপ্টেম্বর ২০১১

বাংলাদেশে আরো নতুন ব্যাংক প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক৷ সরকারের এই সিদ্ধান্তে খুশি নন অর্থনীতিবিদরা৷

https://p.dw.com/p/12ae3
বাংলাদেশে খুলতে চলেছে আরও বাণিজ্যিক ব্যাংকছবি: DW/Harun Ur Rashid Swapan

বিগত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম বলেন, অর্থনীতির প্রয়োজনে নতুন ব্যাংকের দরকার নেই৷ আর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ মনে করেন, রাজনৈতিক ব্যক্তিরা গাইডলাইন দিতে পারে৷ কিন্তু লাইসেন্স দেয়ার একমাত্র এক্তিয়ার বাংলাদেশ ব্যাংকের৷ তাদের আরো ভেবে চিন্তে এই ধরনের সিদ্ধান্ত নেয়া উচিৎ ছিল৷

দেশের ৪৭টি তফসিলি ব্যাংকের সঙ্গে নতুন আরো কয়েকটি যোগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক৷ এক যুগ পর বাণিজ্যিক ব্যাংক বাড়ানোর এ সিদ্ধান্ত রাজনৈতিক বলে আগেই বলেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ গত বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যাংক প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও গভর্নরের প্রটোকল কর্মকর্তা এ এফ এম আসাদুজ্জামান৷ তিনি বলেন, নতুন ব্যাংকের জন্য একটি নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে৷

আর সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক অভিলাষ বলেই মনে করছেন অর্থনীতিবিদরা৷ বিগত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম বলেছেন, অর্থনীতির প্রয়োজনে নতুন ব্যাংকের দরকার নেই৷

আর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ মনে করেন, রাজনৈতিক ব্যক্তিরা গাইডলাইন দিতে পারে৷ কিন্তু লাইসেন্স দেয়ার একমাত্র এক্তিয়ার বাংলাদেশ ব্যাংকের৷ তিনি মনে করেন, সীমিত বাজারে আরো নতুন ব্যাংক আসলে অসুস্থ প্রতিযোগিতা বাড়বে৷ এতে দেশের বেসরকারি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে৷

দেশের অর্থনীতির স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকের আরো ভেবে চিন্তে এই ধরনের সিদ্ধান্ত নেয়া উচিৎ ছিল বলে মনে করেন তারা৷ এর মধ্যে অবশ্য নতুন ব্যাংক প্রতিষ্ঠায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংক্ষেপে আইএমএফ৷ তাদের যুক্তি, এতগুলো ব্যাংক সামলানোর সামর্থ্য কেন্দ্রীয় ব্যাংকের নেই৷ দাতা সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-প্রধান ডেভিড কোয়েন বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের উচিত হবে নতুন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত স্থগিত রাখা৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক