1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো একটি জাহাজ ডুবি, উদ্ধারকাজ শুরু

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৫ জুলাই ২০১৩

থাইল্যান্ডের উপকূলে ডুবে যাওয়া জাহাজের ১১ জন বাংলাদেশি নাবিককে উদ্ধারে যৌথ অভিযান চলছে৷ ছয়জনকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে৷ জাহাজে মোট ১৭ জন নাবিক ছিলেন বলে জানিয়েছেন প্রধান নির্বাহী ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদের৷

https://p.dw.com/p/192cj
ছবি: Reuters

‘এমভি হোপ' নামের বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি সাড়ে ছয় হাজার টন সিরাসিক তৈরির কাঁচামাল ‘বল ক্লে' নিয়ে মালয়েশিয়ার থেকে চট্টগ্রাম বন্দরে আসছিল৷ বৃহস্পতিবার সকালে জাহাজটি থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আংশিক কাত হয়ে ডুবে যায়৷

ঢাকায় মালিকপক্ষের স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠান ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেড-এর প্রধান নির্বাহী ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদের ডয়চে ভেলেকে জানান, জাহাজটিতে মোট ১৭ জন নাবিকের সকলেই বাংলাদেশি৷ তাঁদের মধ্যে পাঁচজন লাইফবোট নিয়ে সাগরে ঝাপিয়ে পড়েন৷ পরে বক্সমুন নামের আরেকটি জাহাজ তাঁদের উদ্ধার করে৷ এছাড়া, আরো একজনকে উদ্ধার করেন উদ্ধারকারীরা৷ এখন বাকি ১১ জনকে উদ্ধারের তত্‍পরতা চলছে৷

ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদের জানান, থাইল্যান্ডের কোস্ট রেসকিউ কো-অর্ডিনেশেন সেন্টার জাহাজ ডুবির পর পরই সক্রিয় হয়েছে৷ তাদের তিনটি জাহাজ বক্সমুন, বক্সফোর ও অ্যাকেডিয়া এবং থাই নেভির দুটি জাহাজ, দুটি হেলিকপ্টার ও একটি উড়োজাহাজ এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে৷ তিনি জানান, আন্তর্জাতিক মেরিটাইম আইন অনুযায়ী এই উদ্ধার অভিযান চালাচ্ছে থাইল্যান্ড৷ বাংলাদেশ শুধু তাদের সঙ্গে যোগাযোগ রাখছে৷

উল্লেখ্য, বাংলাদেশের ট্রেডব্রিজ শিপিং লাইনের এই জাহজটি ১০০ মিটার দীর্ঘ এবং এটি ২৩ বছরের একটি পুরনো৷

এদিকে, থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে ‘পায়লিন' নামে আরো একটি বাংলাদেশি জাহাজ ডুবির খবর পাওয়া গেছে৷ ঐ জাহাজের ১১ জন নাবিকের মধ্যে তিনজন বাংলাদেশি৷ ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদের জানান, ঐ জাহাজটি একটি ফিশিং বোট৷ তাঁর কথায়, জাহাজটি থাইল্যন্ডের পতাকাবাহী হলেও বাংলাদেশের এএনজে ট্রেডার্স জাহাজটি কিনে নিয়েছিল৷ কিন্তু বাংলাদেশে এখনও নিবন্ধিত না হওয়ায় থাইল্যান্ডের পতাকা বহন করছে এটি৷ এই জাহাজের নাবিকদের উদ্ধারেও যৌথ অভিযান চলছে বলে জানিয়েছেন ক্যাপ্টেন কাদের৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য