1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরেকটি রেকর্ড ডাকছে মেসিকে

২০ নভেম্বর ২০১৪

এই শনিবারেই হয়ত স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছুঁয়ে ফেলতে পারেন লিওনেল মেসি৷ টেলমো সারা-র চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন তিনি৷ অর্থাৎ এ দিনের ম্যাচে খুব সহজেই তিনি করতে পারেন ‘কেল্লা ফতে'৷

https://p.dw.com/p/1DqXz
FC Barcelona vs. Real Madrid 25.10.2014
ছবি: picture-alliance/dpa

শনিবার সেভিয়ার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা৷ সে ম্যাচে এক গোল করতে পারলেই লা লিগায় মেসির গোল সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৫১'তে৷

১৯৪০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত অ্যাথলেটিক বিলবাও-এর হয়ে ২৭৭টি ম্যাচ খেলে ২৫১ গোল করেছিলেন টেলমো সারা৷ আর ২৫০টি গোল করতে মেসি খেলেছেন ২৮৮টি ম্যাচ৷ গত তিন ম্যাচে অবশ্য মেসি একটি গোলও করতে পারেননি৷

বার্সেলোনার সঙ্গে সেভিয়ার খেলাটি হবে বাংলাদেশ সময় শনিবার রাত একটায়৷

এদিকে, খুব শিগগিরই বার্সা ছাড়তে পারেন বলে মেসি যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে এখনো আলোচনা চলছে৷ তবে মেসির বাবা এবং সেইসাথে তাঁর এজেন্ট জর্গে মেসি বার্সেলোনা ভিত্তিক এক পত্রিকাকে বলেছেন, এখন পর্যন্ত মেসি নাকি বার্সায় সুখেই আছেন৷ তবে তার পরের কথাটি ছিল এরকম, ‘‘...কিন্তু যদি ক্লাব একদিন বলে, ‘তোমার জন্য আমাদের কাছে একটি প্রস্তাব আছে, আমরা তোমাকে বিক্রি করতে চাই' তাহলে তো আমাদের (মেসি পরিবার) সেটা বিবেচনা করতে হবে৷''

ছয় হাজার দর্শক!

শনিবার লা লিগায় রেয়াল মাদ্রিদের খেলা আছে প্রথমবারের মতো লিগে খেলার সুযোগ পাওয়া দল আইবের-এর সঙ্গে৷ মজার ব্যাপার হচ্ছে, এই ক্লাবের যে স্টেডিয়াম, তাতে মাত্র ছয় হাজার দর্শক খেলা দেখতে পারে৷ ছোট্ট সেই স্টেডিয়ামেই খেলবেন রোনাল্ডো, বেনজেমা, বেল এর মতো ফুটবলাররা৷

জেডএইচ/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য