‘আমিও ফ্রাংকফুর্ট বইমেলায় যেতে চাই’ | পাঠক ভাবনা | DW | 18.10.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আমিও ফ্রাংকফুর্ট বইমেলায় যেতে চাই’

ফ্রাংকফুর্ট বইমেলা নিয়ে সুবীর মিত্রের সাথে আলাপচারিতা ভীষণ ভালো লাগলো৷ সাক্ষাৎকারটি শুনে এই বইমেলা ও অন্যান্য নানা জিনিস প্রসঙ্গে অনেক অজানা তথ্য জেনেছি৷

এভাবেই জানিয়েছেন সুলতানশাহি, গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ৷ এছাড়াও তিনি লিখেছেন, ‘বিশ্বে প্রতি ৮ জনের একজন অনাহারে থাকেন' – বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে এই প্রতিবেদনটি শুনে ভীষণ খারাপ লাগলো৷ এই সমস্যার আশু সমাধান কি একেবারেই অসম্ভব?

বিজ্ঞান ও প্রযুক্তি পর্বের তথ্যগুলো খুব ভালো লাগলো৷ সত্যিই আজকাল ইন্টারনেট জগতের সঙ্গে মিশে থাকা খুব যুক্তিপূর্ণ হয়ে যাচ্ছে৷ আমাদের সমস্ত ইন্টারনেট ইউজার বন্ধুদের খুব সাবধানে এগোতে হবে৷ এসব জানানোর জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন শেখ আবদুল রশীদ, জিওখালা, মেদেনীপুর থেকে৷

অভিনন্দন স্কাই ডাইভার ফেলিক্স বাউমগার্টনারকে৷ শব্দের গতিকে হার মানিয়ে তিনি শুধু নিজের এবং অস্ট্রিয়ার জন্য গৌরব অর্জন করেন নি, সারা বিশ্বের মধ্যে তিনি একজন বিস্ময়কর সফল অভিযাত্রিক অতিমানব৷ বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রার ইতিহাসে তার বিজয় একটি স্বর্ণজ্জ্বল মাইলফলক৷ সচিত্র প্রতিবেদন এবং রেডিওতে খবর প্রচারের জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ মো. আফজাল আলী খান, নন্দন বেতার শ্রোতা সংঘ, মধ্য আলিপুর ফরিদপুর থেকে লিখেছেন৷

ফেসবুকে শ্রোতাবন্ধু নিজাম উদ্দিন নয়ন জানতে চেয়েছেন তাঁর পুরস্কার আইপড পাঠানো হয়েছে কিনা?

না ভাই এখনো পাঠানো হয়নি৷ তবে আগামী সোমবার গত কয়েক মাসের মাসিক ধাঁধা বিজয়ীদের পুরস্কার একসাথে পোস্টে পাঠানো হবে৷ আপনারা একটু লক্ষ্য রাখবেন, ডাকপিওন কখন আসে৷ এছাড়া, ডাকবিভাগ শুল্ককর কত টাকা দাবি করবে সেটা আমরা জানিনা বা আমাদের হাতে সেটা নেই৷ যদি শুল্ককর দিয়ে নিতে চান, নিতে পারেন৷ তা না হলে ফেরত পাঠিয়ে দেবেন৷ যদিও এর আগে কেউ কেউ ফেরত পাঠালেও, আমাদের হাতে কিন্তু সেগুলো আর আসেনি৷ শুধু বলে রাখা ভালো যে দ্বিতীয়বার সেসব পুরস্কার পাঠানো সম্ভব নয়৷ এ জন্য আমরা দুঃখিত৷

নির্বাচিত প্রতিবেদন