1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাইব্যুনালের রায়

সমীর কুমার দে, ঢাকা২১ জানুয়ারি ২০১৩

মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত আবুল কালাম আযাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ৷ আর এই রায়ের মধ্যে দিয়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম কোন রায় ঘোষণা করা হবে৷

https://p.dw.com/p/17NrP
ছবি: AP

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক জামায়াতের সাবেক রোকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে৷ রবিবার ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আদেশের জন্য দিন নির্ধারণ করেন৷

রায় ঘোষণার বিষয়ে ট্রাইব্যুনালের রেজিষ্টার নাসির উদ্দিন মাহমুদ রবিবার সাংবাদিকদের বলেন, উভয়পক্ষের যুক্তি-তর্কের পর মামলাটির বিচার কাজ শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণার বিষয়টি অপক্ষেমান রেখেছিলেন৷ সোমবার আবুল কালাম আযাদের মামলার রায় ঘোষণার জন্য কার্য তালিকায় রাখা হয়েছে৷ এই বিবেচনায় এটি একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন৷

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, আমারা গভীর প্রত্যাশা নিয়ে বসেছিলাম৷ আমাদের প্রত্যয়দীপ্ত বিশ্বাস মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে প্রত্যাশিত রায়ই ঘোষণা করা হবে৷

Pakistan Bangladesh Bürgerkrieg
মুক্তিযুদ্ধের মূল্য দিয়েছেন যারাছবি: AP

এই মামলার প্রসিকিউটর সাহিদুর রহমান বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মাওলানা আবুল কালাম আযাদের সর্বোচ্চ শাস্তি তারা প্রত্যাশা করছেন৷ তিনি বলেন, আবুল কালাম আযাদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনিত আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে৷ তার বিরুদ্ধে রঞ্জিত নাথ ওরফে বাবুনাথকে হত্যা, আবু ইউসুফ সিদ্দিকী পাখিকে নির্যাতন, জমিদার সুধাংশু মোহন রায়কে গুলি ও তাঁর ছেলে মনিময় রায়কে নির্যাতন, মাধবচন্দ্র বিশ্বাসকে গুলি করে হত্যাসহ বিভিন্ন অভিযোগ তারা প্রমান করতে সক্ষম হয়েছেন৷

প্রসঙ্গত, আবুল কালাম আযাদের বিরুদ্ধে জব্দ তালিকার সাক্ষীসহ মোট ২২ জন সাক্ষ্য দিয়েছেন৷ রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তাদের জেরাও করেছেন৷ গত ৪ঠা নভেম্বর বাচ্চু রাজাকারের বিরুদ্ধে আটটি সুনির্দিষ্ট ঘটনায় অভিযোগ গঠন করা হয়৷ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ১০টি ঘটনায় ২২টি অভিযোগের ভিত্তিতে মোট ৪৪৮ পৃষ্ঠার অভিযোগ দাখিল করা হয়৷ ৭ই অক্টোবর ট্রাইব্যুনাল আবুল কালাম আযাদের অনুপস্থিতিতে বিচার শুরুর আদেশ দিয়ে তার পক্ষে আইনি লড়াই করতে সরকারের খরচে মো. আব্দুস শুকুর খানকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন৷

উল্লেখ্য, গত ২৬ শে ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় অপেক্ষাধীন রেখেছিলেন৷ আর আবুল কালাম আযাদের মামলা দিয়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর যাত্রা শুরু হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য