1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে ভূমি ধস

৩ মে ২০১৪

শুক্রবার দুপুরে আফগানিস্তানের পাহাড়ঘেরা একটি প্রত্যন্ত গ্রাম ভূমি ধসের শিকার হলে এখন পর্যন্ত সাড়ে তিনশো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ নিখোঁজ রয়েছে আরও প্রায় দুই হাজার গ্রামবাসী৷

https://p.dw.com/p/1Bt9t
ছবি: Reuters

নিহতের এই সংখ্যা জানিয়েছে আফগানিস্তানে থাকা জাতিসংঘের মিশন৷ এদিকে বাদাখশান প্রদেশের গভর্নর শাহ ওয়ালিউল্লাহ আদিব এএফপিকে শুক্রবার রাতে জানান, এখনো প্রায় আড়াই হাজার মানুষ নিখোঁজ রয়েছে৷ শনিবার সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হয়েছে৷

দুর্ঘটনার সময় ঐ গ্রামের দুটি মসজিদে জুমার নামাজ পড়তে জড়ো হয়েছিলেন মুসল্লিরা৷ তাঁদের উদ্ধার করতে যাওয়া অন্য মানুষরদের উপরও আরেকটি ভূমি ধস আঘাত হানে বলে জানা গেছে৷

আফগানিস্তানের সবচেয়ে প্রত্যন্ত প্রদেশ বাদাখশান৷ গত কদিন ধরেই সেখানে বৃষ্টি হচ্ছিল৷ তারপর এই ভূমি ধসের আঘাত এলো৷ অঞ্চলটি পাহাড় ঘেরা হওয়ায় ভূমি ধসের সময় কাদামাটির সঙ্গে পাথরও ছিল৷ এসবের আঘাতে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা৷

জেডএইচ / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য