1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তথ্য জেনে নিচ্ছে এলজি!

২২ নভেম্বর ২০১৩

একজন কোন চ্যানেল দেখছেন সেটা জেনে নিচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিভিশন নির্মাতা এলজি ইলেকট্রকিস৷ এরপর সেই তথ্য ব্যবহার হচ্ছে বিজ্ঞাপনের ক্ষেত্রে৷ এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ কোরীয় এই কোম্পানির বিরুদ্ধে৷

https://p.dw.com/p/1AM22
LG to unveil world's largest 3D OLED TV at CES Models show LG Electronics Co.'s 55-inch 3D OLED TV that will be unveiled at the 2012 Consumer Electronics Show (CES) set for Jan. 10-13 in Las Vegas. (Photo courtesy of Samsung) (Yonhap)/2012-01-09 11:36:53/
ছবি: picture-alliance/dpa

একজন কোন চ্যানেল দেখছেন সেটা জেনে নিচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিভিশন নির্মাতা এলজি ইলেকট্রকিস৷ এরপর সেই তথ্য ব্যবহার হচ্ছে বিজ্ঞাপনের ক্ষেত্রে৷ এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ কোরীয় এই কোম্পানির বিরুদ্ধে৷

সম্প্রতি ব্রিটিশ আইটি বিশেষজ্ঞ জেসন হুন্টলে এ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে একটি ব্লগ লেখেন৷ তিনি বলেন, নিজের এলজি স্মার্ট টিভিতে ‘কালেকশন অফ ওয়াচিং ইনফো' অপশনটি ‘অফ' করে দেয়ার পরও এলজি যে তথ্য সংগ্রহ করছে সে প্রমাণ তিনি পেয়েছেন৷ এছাড়া টিভিতে যুক্ত করা ইউএসবি ড্রাইভের তথ্যও সংগ্রহ করে নেয় এলজি৷

এ বিষয়ে এলজির কাছে জানতে চাইলে এলজি কর্তৃপক্ষ দায়দায়িত্বটা যে খুচরা বিক্রেতা টিভি বিক্রি করেছে তার উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করে বলে জানিয়েছেন হুন্টলে৷ এলজি কর্তৃপক্ষ হুন্টলেকে জানায়, ‘‘টিভি বিক্রি করার সময় ঐ খুচরা বিক্রেতা আপনাকে শর্তাবলী জানায়নি৷''

তবে হুন্টলের ব্লগ নিয়ে চারিদিকে আলোচনা শুরু হওয়ার পর এলজি জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখবে৷

এদিকে বার্তা সংস্থা এপির প্রশ্নের জবাবে বিশ্বের শীর্ষস্থানীয় টিভি নির্মাতা প্রতিষ্ঠান সামস্যাং ইউএসবি ড্রাইভ থেকে তথ্য সংগ্রহ না করার কথা জানালেও ব্যবহারকারীর চ্যানেল সম্পর্কিত তথ্য সংগ্রহের ব্যাপারে কোনো উত্তর দেয়নি৷

জেডএইচ/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য