1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আণবিক শক্তি

জাবিনে কিনকার্টৎস/জেডএইচ৩১ ডিসেম্বর ২০১২

২০১১ সালে জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার পর ২০২২ সালের মধ্যে আণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়ার লক্ষ্য নির্ধারণ করে জার্মানি৷ সেই পথ কিছুটা জটিল হলেও হাল ছাড়েনি তারা৷

https://p.dw.com/p/17BHI
Anti-nuclear protesters dressed in Halloween costumes take part in a demonstration in Tokyo October 28, 2012. About 100 people marched through the streets of Tokyo calling for an energy shift from nuclear to natural means of creating energy. REUTERS/Yuriko Nakao (JAPAN - Tags: CIVIL UNREST ENVIRONMENT SOCIETY)
ছবি: Reuters

আণবিক শক্তির স্থান পূরণে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও এর ব্যবহার বাড়ানোর পথে এগোচ্ছে জার্মানি৷ বিশেষ করে সৌর ও বায়ু চালিত শক্তির দিকে বিশেষ নজর দেয়া হচ্ছে৷ দেশের উত্তরাঞ্চলে একের পর এক উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে৷ আর সেগুলো পুরো জার্মানিতে ছড়িয়ে দেয়ার জন্য বিতরণ লাইন স্থাপন করা হচ্ছে৷ কেননা নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের ভোল্টেজ এত বেশি ওঠানামা করে যে, সাধারণ লাইন দিয়ে সেটা পরিবহন সম্ভব নয়৷ এজন্য নতুন করে ১,৮৩৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপনের পরিকল্পনা করা হয়েছে৷ এর জন্য হাতে রয়েছে আরও দশ বছর৷ ইতিমধ্যে প্রায় আড়াইশো কিলোমিটার লাইন বসানোর কাজ শেষের পথে৷

এসব কাজের জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত অর্থ৷ তার জন্য মাঝেমধ্যেই বাড়ানো হচ্ছে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের মূল্য৷ এমনিতেই জার্মানিতে বিদ্যুতের দাম তুলনামূলকভাবে অনেক বেশি৷ যেখানে বিশ্বের অন্যান্য দেশে এক মেগাওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম পড়ে গড়ে ২৩ ইউরো করে, সেখানে জার্মানিতে তার মূল্য প্রায় দ্বিগুন, ৪৫ ইউরো৷ তার সঙ্গে নতুন করে যোগ হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির প্রসার বাড়াতে বাড়তি খরচের বোঝা৷ ফলে সব মিলিয়ে বিদ্যুতের দাম বাড়ানোতে বেশ উদ্বিগ্ন জার্মানির ব্যবসায়ী সমাজ৷

In this photo taken Sunday, March 20, 2011, wind turbines are seen at sunset in Nauen, Germany. Germany stands alone among the world's leading industrialized nations in its determination to abandon nuclear energy for good because of the technology's inherent risk. Europe's biggest economy is betting billions on expanding the use of renewable energies to meet its demand instead. The transition was supposed to happen slowly over the next 25 years, but now it is being accelerated in the wake of Japan's Fukushima disaster. Chancellor Angela Merkel said the "catastrophe of apocalyptic dimensions" irreversibly marks the start of a new era. (AP Photo/Ferdinand Ostrop)
ছবি: AP

জার্মানির জিডিপিতে শিল্পখাতের অবদান প্রায় ২৪ শতাংশ৷ বিদ্যুতের দাম আরও বাড়লে তার প্রভাব গিয়ে পড়বে এই খাতে৷ ‘ফেডারেশন অফ জার্মান চেম্বার্স অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স'-এর প্রধান হান্স-হাইনরিশ ড্রিফটমান বলছেন, ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে প্রত্যেকটি কোম্পানির বিদ্যুৎ বিল বাড়বে৷ নিজের কোম্পানির উদাহরণ দিয়ে তিনি বলেন, ২০১২-র তুলনায় ২০১৩ সালে বিদ্যুতের জন্য তাঁকে প্রায় দেড় লক্ষ ইউরো বেশি খরচ করতে হতে পারে৷

নবায়নযোগ্য জ্বালানির জন্য এই বোঝা বহন করার পাশাপাশি আরেকটা সমস্যার কথাও জানালেন ব্যবসায়ীদের নেতা ড্রিফটমান৷ সেটা হচ্ছে, বিদ্যুৎ চলে যাওয়ার সম্ভাবনা৷ বর্তমানে জার্মানিতে বছরে হয়তো সর্বোচ্চ ১৫ মিনিটের জন্য বিদ্যুৎ নাও থাকতে পারে৷ কিন্তু সৌর ও বায়ু চালিত বিদ্যুৎ দিয়ে এই পরিস্থিতিটা নিশ্চিত করা যাবে কিনা – তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে৷

Week 52-12 GE2: Erneuerbare Energien - MP3-Mono

যেমন সিমেন্ট উৎপাদনকারী ডির্ক স্প্যানার৷ তিনি বলছেন, যদি একবার বিদ্যুৎ চলে যায় তাহলে তার কোম্পানিকে পুনরায় উৎপাদনে যেতে অপেক্ষা করতে হয় প্রায় ৭২ ঘণ্টা৷ যন্ত্রপাতিগুলো কর্ম প্রক্রিয়ায় নিয়ে যেতে এই সময়টা লাগে৷ তাই নবায়নযোগ্য জ্বালানির কারণে যদি মাঝেমধ্যেই বিদ্যুৎ চলে যাওয়ার ভোগান্তি পোহাতে হয় তাহলে তিনি বড় বিপদে পড়বেন বলে জানান স্প্যানার৷

জার্মান সরকার অবশ্য এসব বিষয় চিন্তা করেই সম্ভাব্য সবধরণের ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে৷ এজন্য সম্প্রতি তারা নরওয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে৷ এর ফলে দুই দেশের মধ্যে সংযোগ স্থাপনে নর্থ সি বা উত্তর সাগরের নীচ দিয়ে একটি কেবল লাইন বসানো হবে৷ জার্মানিতে যখন বাতাস আর সূর্যের সরবরাহ কম থাকবে তখনকার বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য নরওয়ে থেকে জলবিদ্যুৎ আমদানি করা হবে৷ আর এই বিদ্যুতটা আসবে সাগরের নীচের ঐ কেবলের মধ্যে দিয়ে৷

আবার এর উল্টোটা যখন হবে, অর্থাৎ যখন জার্মানিতে বায়ু ও সূর্যের উপস্থিতি বেশি থাকবে তখন উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সংরক্ষণের জন্য ঐ কেবলের মধ্য দিয়ে নরওয়েতে নিয়ে যাওয়া হবে৷ পরবর্তীতে যখন প্রয়োজন পড়বে তখন সেটা আবার নিয়ে আসা হবে৷

এই কেবল লাইন তৈরিতে ব্যয় হবে প্রায় দেড় থেকে দুই বিলিয়ন ইউরো৷ আর এর নির্মাণকাজ শেষ হবে ২০১৮ সালে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য