1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের স্পন্সর

২৫ নভেম্বর ২০১৩

জার্মান ক্রীড়া পোশাক নির্মাতা প্রতিষ্ঠান আডিডাস ব্যবসার মাঠে হারিয়ে দিল মার্কিন প্রতিষ্ঠান নাইকি-কে৷ ২০৩০ সাল পর্যন্ত ফুটবল বিশ্বকাপের ‘অফিশিয়াল স্পন্সর’ হতে যাচ্ছে আডিডাস৷

https://p.dw.com/p/1AMxQ
ছবি: picture-alliance/dpa

জার্সি, জুতা, ক্যাপ – প্রিয় খেলোয়াড় বা দলের এসব পোশাক সংগ্রহের উন্মাদনা থাকে ফুটবল ভক্তদের মধ্যে৷ মেসি বা রোনাল্ডো – প্রিয় খেলোয়াড়রা কোন ব্র্যান্ডের পোশাক পড়েন সেটির দিকে নজর সবার৷ এ কারণেই ফিফা বিশ্বকাপ ফুটবলেও ব্র্যান্ড একটা উল্লেখযোগ্য বিষয়৷

অবশ্য বিশ্বকাপে ‘অফিশিয়াল স্পন্সর' হিসেবে বরাবরই হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকে জার্মানির আডিডাস এবং যুক্তরাষ্ট্রের নাইকি৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ তবে শেষ বাজিটা গেছে আডিডাসের দখলে৷

২০১৮ থেকে ২০৩০ পর্যন্ত চারটি টুর্নামেন্টে ভলান্টিয়ারদের ইউনিফর্ম এবং বল যোগানোর ব্যাপারে ফিফার সাথে চুক্তিবদ্ধ হয়েছে আডিডাস৷ বিভিন্ন ভেন্যুতে নিজেদের বিজ্ঞাপন দেয়ার কাজটিও চুক্তির আওতায় রয়েছে৷ সেইসাথে বিশ্বকাপের বিভিন্ন পন্য নিজেদের ব্র্যান্ড নাম ব্যবহার করে বিক্রি করতে পারবে জার্মান কোম্পানিটি৷

ফিফার মার্কেন্টিং পরিচালক থিয়েরি ভাইল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, আডিডাস বরাবরই ফিফা বিশ্বকাপের সঙ্গে যুক্ত থাকতে চায় এবং ১৯৭০ সাল থেকে এটি বিশ্বকাপ টুর্নামেন্টগুলোতে সুনামের সঙ্গে কাজ করেছে৷

এর আগে ২০০৫ সালে আডিডাসের সঙ্গে ফিফার চুক্তি হয়েছিল দুইটি টুর্নামেন্টে, ২০১০ বিশ্বকাপ এবং আগামী বছর হতে যাওয়া ব্রাজিল বিশ্বকাপের জন্য৷ সেই চুক্তির অর্থ ৩৫ কোটি মার্কিন ডলার৷ তবে এবারে কত ডলারে চুক্তি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি আডিডাস৷

ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগেও আডিডাসের ব্যবসা রমরমা৷ গত বিশ্বকাপে যেখানে আডিডাস তাদের বল বিক্রি করেছিল ১.৫ বিলিয়ন ডলারে, এবারে বিশ্বকাপ শুরুর আগেই তাদের বল বিক্রির পরিমাণ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে৷ এমনকি আডিডাসের বিশ্বকাপ জার্সি এবং বুট এ বছরের শেষ তিন মাসে রেকর্ড পরিমাণ বিক্রি হবে বলে আশা করছে সংস্থাটি৷

এপিবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য