1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আটকে পড়াদের সিরিয়া ত্যাগ

২৭ জানুয়ারি ২০১৪

খাদ্য দ্রব্য এবং চিকিৎসা সেবার অভাবে দুর্বিষহ জীবন যাপনে বাধ্য হওয়া কিছু সিরীয় নাগরিকের জন্য সুখবর নিয়ে এসেছে জেনেভা আলোচনা৷ হোমস থেকে আটকে পড়াদের দেশ ত্যাগের সুযোগ দিতে রাজি হয়েছে আসাদ সরকার৷

https://p.dw.com/p/1Axgu
Symbolbild syrische Asylbewerber in Deutschland
ছবি: picture-alliance/dpa

শুক্রবার জেনেভায় শুরু হয়েছে আসাদ সরকার ও বিরেধীদের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা৷ আলোচনায় সিরিয়া সরকারের পক্ষ থেকে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম এবং বিদ্রোহীদের পক্ষ থেকে বিরোধী দলনেতা আহমেদ আল-জারবার নেতৃত্বে দুটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে৷ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যস্থতায় চলমান এ আলোচনায় এ পর্যন্ত আশানুরূপ সাফল্য পাওয়া গেছে বলে মনে করেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত লাখদার ব্রাহিমি৷

ব্রাহিমি জানান, আলোচনায় আসাদ সরকার বিদ্রোহীদের দখলে থাকা হোমস নগরী থেকে নারী, শিশু এবং আহতদের সিরিয়া ত্যাগের সুযোগ করে দিতে রাজি হয়েছে৷ সোমবারই হোমস থেকে আটকে পড়াদের সিরিয়া ত্যাগ শুরু হওয়ার কথা৷ গত কয়েকমাস ধরে সে অঞ্চলে আটকে পড়া সিরীয়রা মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন৷ এলাকাটি আসাদ সরকারের অনুগত বাহিনী ঘিরে রাখায় সেখান থেকে কেউ বেরোতে পারছেনা, আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও সেখানে ত্রাণ সামগ্রী নিয়ে যেতে পারছে না৷

জেনেভার আলোচনায় সিরিয়ার সরকার এবং বিরোধীপক্ষ ‘পারস্পরিক শ্রদ্ধা' প্রদর্শন করছেন বলে ব্রাহিমি খুশি৷ তবে হোমস থেকে আটকে পড়ারা রেরোতে গেলে আসাদের অনুগত বাহিনী তাঁদের আটক করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সিরিয়ার মানবাধিকার কর্মীরা এ ব্যাপারে আসাদ সরকারের পক্ষ থেকে বোরোনোর সময় কাউকে আটক না করার আগাম নিশ্চয়তা দাবি করেছেন৷

Syrienkonferenz in Genf Lakhdar Brahimi 26.01.2014
জেনেভার আলোচনায় সিরিয়ার সরকার এবং বিরোধীপক্ষ ‘পারস্পরিক শ্রদ্ধা' প্রদর্শন করছেন বলে লাখদার ব্রাহিমি খুশি৷ছবি: Fabrice Coffrini/AFP/Getty Images

লাখদার ব্রাহিমি আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করলেও একটি বিষয়ে সিরিয়ার সরকার এবং বিদ্রোহীদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে৷ বিদ্রোহীদের পক্ষ থেকে এ মুহূর্তেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অপসারণ দাবি করা হয়েছে৷ তাঁরা মনে করেন, সিরিয়ার গণতন্ত্রের পথে যাত্রা এভাবেই সম্ভব৷ তবে আসাদ সরকারের প্রতিনিধিরা এ দাবি প্রত্যাখ্যান করেছেন৷

২০১১ সালের মার্চ থেকে আসাদ সরকারের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ চলছে৷ যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ১ লক্ষ ৩০ হাজার মানুষ মারা গেছে৷ ২৪ লক্ষেরও বেশি মানুষ সিরিয়া ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে৷ অন্তত সাড়ে ছয় লাখ মানুষ সিরিয়াতেই ঘরছাড়া৷

এসিবি/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য