1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ বিশ্ব স্বাধীন সংবাদমাধ্যম দিবস

৩ মে ২০১০

আজ সোমবার বিশ্ব স্বাধীন সংবাদমাধ্যম দিবস৷ এবারের দিবসের মূল প্রতিপাদ্য হলো ‘‘তথ্যের স্বাধীনতা: জানার অধিকার’’৷

https://p.dw.com/p/ND68
বিশ্বের সবচেয়ে বেশি সংবাদমাধ্যম নিয়ন্ত্রণকারীর দুজন-- চীনের প্রেসিডেন্ট হু জিনতাও (বামে) ও রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিনছবি: AP

প্যারিস ভিত্তিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফ বিশ্বের সবচেয়ে বেশি সংবাদমাধ্যম নিয়ন্ত্রণকারীর একটি তালিকা প্রকাশ করেছে৷ এতে ১৭ জন প্রেসিডেন্ট ও বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান সহ ধর্মীয় ও জঙ্গি নেতার নাম স্থান পেয়েছে৷

আরএসএফ বলছে, তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা সাংবাদিকদের অপহরণ, নির্যাতন, গ্রেপ্তার, এমনকি মেরে ফেলার মতো কাজ করারও ক্ষমতা রাখেন৷

তালিকায় যেসব প্রেসিডেন্টের নাম উঠে এসেছে তাঁদের মধ্যে রয়েছে চীনের হু জিনতাও, ইরানের মাহমুদ আহমেদিনেজাদ, রুয়ান্ডার পল কাগামে, কিউবার রাউল কাস্ট্রো ও রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন৷

Logo Reporter Ohne Grenzen englisch
প্যারিস ভিত্তিক সংস্থাটি এই তালিকা প্রকাশ করেছে

এছাড়া তালেবান প্রধান মোল্লা উমরের নাম এবার এই তালিকায় স্থান পেয়েছে৷ আরএসএফ-এর মতে, আফগানিস্তান ছাড়াও পাকিস্তানের সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে মোল্লা উমর৷ তালেবান ছাড়াও যেসব জঙ্গিগোষ্ঠির নাম তালিকায় এসেছে সেগুলো হলো কলোম্বিয়ার ফার্ক, ইটালির বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিএ এবং সোমালিয়ার জঙ্গি ইসলামি গোষ্ঠি৷

আর নতুন করে যেসব প্রেসিডেন্টের নাম এবার এই তালিকায় যুক্ত হয়েছে তাঁরা হলেন চেচনিয়ার রামজান কাদিরভ ও ইয়েমেনের আলি আব্দুল্লাহ সালেহ৷ অন্যদিকে নাইজেরিয়ার স্টেট সিকিউরিটি সার্ভিসের নাম এবার তালিকা থেকে বাদ পড়েছে৷ এছাড়া ইরাকের বেশ কয়েকটি ইসলামি গোষ্ঠীর নামও বাদ দেয়া হয়েছে৷ এব্যাপারে আরএসএফ-এর বক্তব্য হলো, দেশটিতে যে হারে সন্ত্রাসী ঘটনা বেড়ে চলেছে তাতে করে সাংবাদিকদের উপর হামলাকে আর আলাদা করে দেখার প্রয়োজন নেই৷

এবছর এ পর্যন্ত বিশ্বব্যাপী ৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে আরএসএফ বলছে৷ এছাড়া প্রায় ৩০০ সাংবাদিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে৷

এদিকে দিবসটি উপলক্ষ্যে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউস একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে৷ ঐ প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালে টানা আটবারের মতো সংবাদমাধ্যমের স্বাধীনতা হ্রাস পেয়েছে৷ ২০০৯ সালে বিশ্বের প্রায় সব অঞ্চলেই সংবাদমাধ্যমের স্বাধীনতা বাধা পেয়েছে৷ তবে দক্ষিণ এশিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে৷ বিশেষ করে বাংলাদেশ ও ভুটানে উন্নতি ঘটার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে৷

তবে এত নেতিবাচক খবরের মধ্যেও একটি ভাল খবর হলো, দিবসটিকে সামনে রেখে শ্রীলঙ্কায় ২০ বছরের কারাদন্ড প্রাপ্ত এক সাংবাদিককে মুক্ত করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসা৷ শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক