1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিতলেন আজারেঙ্কা

২৬ জানুয়ারি ২০১৩

পর পর দু’বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা৷ একটি নাটকীয় ফাইনালে চীনের লি না’কে হারালেন তিন সেটে৷ ওদিকে রবিবার পুরুষদের ফাইনাল হবে জোকোভিচ বনাম মারে৷

https://p.dw.com/p/17S1h
Victoria Azarenka of Belarus poses with The Daphne Akhurst Memorial Cup after defeating Li Na of China in their women's singles final match at the Australian Open tennis tournament in Melbourne, January 26, 2013. REUTERS/Daniel Munoz (AUSTRALIA - Tags: SPORT TENNIS TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

লি না'ও কিছু কম যান না৷ বিগত তিন বছরে এটি ছিল মেলবোর্নে তাঁর দ্বিতীয় ফাইনাল৷ কিন্তু ডান পায়ের হাঁটু টেপ করে খেলতে নামার পর, দ্বিতীয় সেটে বাঁ পায়ের গোড়ালি মচকান তিনি৷ গোড়ালিটা টেপ করা হয়৷ তৃতীয় সেটে আবার ঐ বাঁ গোড়ালির কমজোরির ফলেই উল্টে পড়ে যান, মাথা লাগে হার্ডকোর্টে৷ আবার ছ'মিনিটের জন্য ডাক্তার, ফিজিও ইত্যাদি করার পর মাঠে ফেরেন লি না৷

লি নার চোট না লাগলে আজারেঙ্কা এ' ম্যাচ জিততে পারতেন কিনা, বলা শক্ত৷ লি না প্রথম সেটটি নেন ৬-৪ গেমে, এবং সেই সেটে আজারেঙ্কাকেই বেশি নার্ভাস মনে হয়েছে৷ পরেও আজারেঙ্কার খেলায় স্থায়িত্বের একটা অভাব লক্ষ্য করা গেছে৷ অপরদিকে তৃতীয় সেটে লি না দৃশ্যতই কখনো-সখনো তাঁর গোড়ালি বাঁচিয়ে খেলার চেষ্টা করছিলেন৷

বয়সের পার্থক্যটাও যে কোনো ভূমিকা পালন করেনি, তা বলা যায় না, কেননা লি না'র বয়স ৩০ এবং আজারেঙ্কার বয়স ২৩৷ কাজেই বেলারুশের তরুণী যখন গ্র্যান্ড স্ল্যাম জেতার পর আনন্দাশ্রুতে ভাসেন, তখন সেটাকে এতোটুকু বেমানান বলে মনে হয়নি৷

Victoria Azarenka of Belarus (R) shakes hands with Li Na of China after defeating her in their women's singles final match at the Australian Open tennis tournament in Melbourne January 26, 2013. REUTERS/Damir Sagolj (AUSTRALIA - Tags: SPORT TENNIS)
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে লি না এবং ভিক্টোরিয়া আজারেঙ্কাছবি: Reuters

আজারেঙ্কা ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে জিতলেও, পর পর পাঁচটি ম্যাচ পয়েন্টও অপচয় করেছেন৷ এতোটা নার্ভাস হবার একটা কারণ হয়তো এই যে, মেলবোর্নে হারলে তাঁকে বিশ্বের পয়লা নম্বর ব়্যাংকিং খোয়াতে হতো সেরেনা উইলিয়ামস'এর কাছে৷

এদিকে, রবিবার পুরুষদের ফাইনাল৷ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে মুখোমুখি হচ্ছেন নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারে৷ জোকোভিচ জিতলে এটা হবে মেলবোর্নে তাঁর হ্যাট-ট্রিক, অর্থাৎ পর পর তিনবার জেতা৷ ওদিকে এই মারে'ই জোকোভিচকে হারিয়েছেন শেষ ইউএস ওপেনে৷

বিশ্বের পয়লা নম্বর খেলোয়াড় জোকোভিচ চতুর্থ রাউন্ডে স্ট্যানিসলাস ভাভ্রিংকা'কে হারান পাঁচ সেটের একটি ম্যারাথন ম্যাচে৷ তার পরেই দেখা যায়, তাঁর আত্মবিশ্বাস কোথায় পৌঁছেছে, কেননা থমাস বের্ডিচ কিংবা ডেভিড ফেরার'কে হারাতে তাঁকে কোনো বেগ পেতে হয়নি৷

জোকোভিচ আর মারে'র বয়সের তফাৎটা ঠিক এক সপ্তাহ৷ খেলার তফাৎটা বোঝা যাবে রবিবার রড লেভার অ্যারেনায়৷

এসি / এআই (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য