1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজও অজানা থেকে গেছে অসংখ্য প্রজাতির প্রাণী

২৪ আগস্ট ২০১১

আকাশে কতো তারা আছে, তা হয়তো গুনে বলে দেওয়া যায়৷ কিন্তু এ পৃথিবীতে কতো প্রজাতির প্রাণী আছে – সেটা নিশ্চিতভাবে বলা খুব সহজ কাজ নয়৷ এরপরও সম্প্রতি, ক্যানাডার এক গবেষক দল সেই প্রচেষ্টাই করেছেন৷ পেয়েছেন উত্তর৷

https://p.dw.com/p/12MlT
Malediven Tauchen. Malediven: Für Tauchsportler und Schnorchler sind die Riffe auf den Malediven ideales Betätigungsfeld. Dabei lassen sich weder die Korallen fressenden Papageinefische (links) noch die bunten blau-gelben Doktorfische in ihrem Revier von den Tauchern stören. Dramatische Klimaveränderungen hatten dagegen 1997/98 verheerende Auswirkungen auf die Unterwasserwelt. Während die Korallen bei 25 bis 28 Grad Wassertemperatur am prächtigsten gedeihen, wurden die Koralleriffe bei den auf 32 Grad angestiegenen Temepraturen regelrecht gebleicht. Über 250 Korallenarten leben hier. Zusammen mit in allen Farben schillernden Fischen und blütenweißen Stränden die touristischen Pfunde der Inselrepublik am ¿quator. (CHE460-290300) pixel
অসংখ্য অজানা প্রজাতির খোঁজে চলছে বিজ্ঞানীদের অভিযানছবি: picture-alliance/ZB

মঙ্গলবার ক্যানাডার পিএলওএস নামের একটি জীববিজ্ঞানভিত্তিক জার্নালে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, পৃথিবীর বুকে এ মুহূর্তে বাস করছে প্রায় ৮ দশমিক ৭ মিলিয়ন প্রজাতির প্রাণী৷ কিন্তু এর বাইরে কি প্রাণী জগতের কোনো অস্তিত্ব নেই?

প্রশ্নটা আশ্চর্য করার মতো হলেও, উত্তরটি কিন্তু ইতিবাচক৷ ক্যানাডার সর্বশেষ ঐ গবেষণার ফলে দেখা যাচ্ছে যে, এখনও পর্যন্ত বিজ্ঞানীরা নাকি প্রাণীজগতের ৯০ শতাংশ প্রাণীরই কোনো সন্ধান দিতে পারেন নি৷ অর্থাৎ, ঐ সমস্ত অদেখা-অজানা প্রাণীদের নথিভুক্ত করা সম্ভব হয়নি আজও৷

একই জার্নালে প্রকাশিত অন্য একটি প্রতিবেদনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ রবার্ট মে বলেন, ‘‘বর্তমান বিশ্বে কতো প্রজাতির প্রাণী আছে – সে সম্পর্কে আমরা এখনও সঠিক করে কিছু বলতে পারি না৷ এটা সত্যিই অবাক করার বিষয়৷ তাই এদের মধ্যে কতোগুলি প্রজাতি বিলুপ্ত হয়ে গেলে – আমরা যে বুঝতেই পারবো না৷ এটা আরো দুঃখের৷''

Korallen; Korallenriff; Schnorcheln; Tauchen; Tourismus; Umweltzerstörung; beschädigt; by; coral; destroyed; durch; reef; snorkeling; degraded; damaged; deteriorated; tourism; dive; plunging; diving
বিস্তীর্ণ পৃথিবী জুড়ে অসংখ্য প্রজাতির বাসছবি: picture-alliance / OKAPIA KG, Ge

ক্যানাডার হ্যালিফ্যাক্স-এ অবস্থিত ডালহাউসি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ভূপৃষ্ঠের প্রায় ৮৬ শতাংশ এবং সামুদ্রিক প্রায় ৯১ শতাংশ প্রজাতির প্রাণীকে এখনও নথিভুক্ত করা সম্ভব হয়নি৷ এর মধ্যে ৭.৮ মিলিয়ন প্রজাতি হলো মেরুদণ্ডী, স্তন্যপায়ী, সরীসৃপ অথবা উভচর প্রাণী৷ ২৯৮,০০০ উদ্ভিদ; ৬১১,০০০ ফাংগাস; ৩৬,৪০০ প্রটোজোয়া এবং অ্যালগি ও জলজ প্রাণী সহ ২৭,৫০০ ক্রোমিস্ট রয়েছে৷ অবশ্য এই পরীক্ষায় ভাইরাস ও অন্যান্য মাইক্রোঅরগ্যানগুলিকে বাদ রাখা হয় বলে জানায় ঐ গবেষক দল৷

তাঁদের কথায়, বিশ্বের প্রাণীজগতের মধ্যে সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় ও জটিল প্রজাতির প্রাণী হলো সন্ধিপদ প্রাণীরা৷ যেমন কীটপতঙ্গ, মাকড়সা, উকুন ইত্যাদি৷ আর এদেরই বহু প্রজাতির খোঁজ এখনও আমাদের দিতে পারেন নি বিজ্ঞানীরা৷

চলতি বছর হলো আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্যের বছর৷ তাই এ বছরে এমন এক গবেষণার তাৎপর্য অপরিসীম৷ তবে বিশ্বে ঠিক কতো প্রজাতির প্রাণীর অস্তিত্ব ছিল বা আছে না জেনে, পৃথিবীর বুক থেকে কতোগুলো প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গেছে – তা কি আদৌ বলা সম্ভব?

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান