1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউটিউব খুললো সরকার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ জুন ২০১৩

আট মাস ইউটিউব বন্ধ থাকায় বড় ধরণের ক্ষতির মুখে পড়ে বাংলাদেশের আউট সোর্সিং শিল্প৷ শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রেও ক্ষতির মুখ দেখেছেন শিক্ষার্থী এবং গবেষকরা৷ গত বছর এই শিল্পে প্রবৃদ্ধি ছিল শতকরা ৫৬ ভাগ৷ এবার ২০ ভাগও হবে না৷

https://p.dw.com/p/18kkw
ILLUSTRATION - Auf einem Computermonitor ist am Freitag (20.04.2012) in Schwerin der Hinweis des Video-Portals YouTube zu sehen, nachdem ein Video wegen fehlender Musikrechte der GEMA in Deutschland nicht gezeigt werden darf (gestelltes Foto). Im Streit um Musikclips auf YouTube hat die Verwertungsgesellschaft Gema Berufung gegen ein Urteil des Landgerichts Hamburg eingelegt. Die Verhandlungen mit der Google-Tochter hätten in den vergangenen Wochen zu keiner Einigung geführt, erklärte die Gema am Montag (21.05.2012) in München. Foto: Jens Büttner dpa (zu dpa: "Streit zwischen Gema und YouTube geht in neue Runde") +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

ইউটিউব থেকে মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদ (স.) কে কটাক্ষ করে নির্মিত মার্কিন চলচ্চিত্র না সরানোয় গত বছরের ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দেয়া হয়েছিল৷ আট মাস পর আবার বাংলাদেশে ইউটিউব খুলে গেছে৷ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি নিধোজ্ঞা প্রত্যাহার করলে বুধবার দুপুরেই ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলো বাংলাদেশে ইউটিউব খুলে দেয়৷ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তথ্য প্রযুক্তি, শিক্ষা, সাংবাদিকতা এবং আউট সোর্সিং-এর সঙ্গে জড়িতরা৷

তবে এই আট মাসে ইউটিউব না খাকায় ক্ষতি হয়েছে অনেক৷ তথ্য প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির ডয়চে ভেলেকে বলেন, বাংলাদেশের শিক্ষক, শিক্ষার্থী, গবেষকদের একটি বড় অংশ এই ইউটিউবের ওপর নির্ভরশীল৷ আট মাস ইউটিউব না থাকায় তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ তিনি জানান, এখন ইউটিউব শিক্ষা ব্যবস্থার বড় সহায়ক৷ এখানে নানা বিষয়ে নানা ধরণের পাঠক্রম পাওয়া যায়৷ আছে গবেষণার অনেক উপাদানও৷ এছাড়া, যাঁরা আউট সোর্সিং-এর কাজ করেন তাঁদের কোনো কাজের নমুনা দেখতে ইউটিউব-এর ওপর নির্ভর করতে হয়৷ ক্রেতারাও ইউটিউব-এর মাধ্যমে তাঁদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে৷ আর যাঁরা বিনোদনের জন্য ইউটিউব ব্যবহার করেন, তাঁরাও বঞ্চিত হয়েছেন৷

Description: Intel Introduced Solar based Computer labs in Bangladesh. Computer giant using Classmate pc to creat labs in rural schools. Declaration: Techonlogy expert Munir Hasan, Shared these photos with Deutsche Welle for Online use. Please check attachment.
গত আট মাস ইউটিউব বন্ধ থাকার কারণে এবার আর এত বেশি প্রবৃদ্ধি হবে না (ফাইল ফটো)ছবি: Munir Hasan

সুমন আহমেদ সাবির বলেন, মহানবীর অবমাননার জন্য বাংলাদেরে মানুষ দায়ী নয়৷ অথচ ইউটিউব বন্ধ করে এক অর্থে তাদেরই শাস্তি দেয়া হয়েছে৷ তিনি বলেন, ইউটিউব বন্ধ করে নয়, সচেতনতা বাড়িয়ে এর প্রতিকার করা যেত৷ ইউটিউব-ই হতে পারে অবমাননাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম৷ তাই তাঁর কথায়, ভবিষ্যতে যাতে এরকম সিদ্ধান্ত আর না নেয়া হয় সে ব্যাপারে যেন সরকার সতর্ক থাকে৷ কোনো বিষয় যদি আসলেই ক্ষতিকর হয়, তাহলে সেই সুনির্দিষ্ট ভিডিও, অডিও বা টেক্সট বন্ধের ব্যবস্থা নেয়া যেতে পারে৷

বাংলাদেশ সফটওয়ার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বেসিস-এর সাবেক সভাপতি ফাহিম মাশরুর ডয়চে ভেলেকে জানান, এই দীর্ঘ সময় ইউটিউব বাংলাদেশে বন্ধ থাকায় আউট সোর্সিং শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে৷ গত বছর এই শিল্পে কাজ হয়েছে ৭০ মিলিয়ন মার্কিন ডলারের৷ শুধু তাই নয়, এই শিল্পে গত বছরের প্রবৃদ্ধি হলো শতকরা ৫৬ ভাগ৷ কিন্তু গত আট মাস ইউটিউব বন্ধ থাকার কারণে এবার আর এত বেশি প্রবৃদ্ধি হবে না৷ তবুও তারা আশা করেন যে, এবার ১০০ মিলিয়ন ডলারের কাজ হবে৷ তিনি জানান, সারা দেশে এক লাখেরও বেশি মানুষ আউট সোর্সিং-এর সঙ্গে জড়িত৷ এই কাজ পেতে এবং তা সরবরাহ করতে ইউটিউব একটা বড় ভূমিকা রাখে৷ ইউটিউব বন্ধের ফলে স্বাভাকিভাবেই কাজের গতি কমে গেছে৷ তাই এবার আর ২০ ভাগের বেশি প্রবৃদ্ধি আশা করা যায় না৷

ফাহিম মাশরুর বলেন, আউট সোর্সিং বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্প৷ তাই ভবিষ্যতে এই শিল্প যেন এ ধরণের পরিস্থিতির মুখোমুখি না হয়৷ এর কারণে বাংলাদেশের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ তবুও সরকার শেষ পর্যন্ত ইউটিউব খুলে দেয়ায় সরকারকে ধন্যবাদই জানান তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য