1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইসিসি ক্রিকেট ব়্যাংকিং-এ শীর্ষে অস্ট্রেলিয়া

১৮ সেপ্টেম্বর ২০০৯

নটিংহ্যামে ইংল্যান্ডকে ১১১ রানে হারিয়ে আইসিসি র‌্যাংকিং-এ আবারও শীর্ষ স্থান দখল করেছে অস্ট্রেলিয়া৷ দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা৷ যদিও দুই দলের মধ্যে পয়েন্টের ব্যাবধান খুব বেশি নয়৷

https://p.dw.com/p/Jjmi
ফাইল ফটোছবি: AP

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একটি বিবৃতিতে বলা হয়েছে, এবারের সাত ম্যাচের ন্যাটওয়েস্ট সিরিজে ৬-০ তে এগিয়ে গিয়ে দক্ষিণ আফ্রিকাকে টপকে গেছে অস্ট্রেলিয়া৷ অথচ, পয়েন্টের ব্যাবধান খুব কম হওয়ায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক নম্বর দল হিসেবে খেলতে চাইলে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটিও জিততে হবে রিকি পন্টিং-এর দলকে৷

বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে উদ্বোধনী ব্যাটসম্যান টিম পেইনের ১১১ রানের ওপর ভর করেই অস্ট্রেলিয়া আট উইকেটে ২৯৬ রান করেছিল৷ যার জন্য তাদের প্রয়োজন হয়েছিল একেবারে পুরো ৫০ ওভার৷ জবাবে, মাত্র ৪১ ওভারে ১৮৫ রান করে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড দল৷ তার মানে, আগামী রবিবারের শেষ ম্যাচটি হেরে গেলে অস্ট্রেলিয়া নেমে যাবে তৃতীয় স্থানে৷ অর্থাৎ, দক্ষিণ আফ্রিকা, এমনকি ভারতেরও পেছনে৷

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায়৷ যেখানে ভারত তার প্রথম খেলাতেই মিলিত হবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে৷ উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ছাড়া অংশ নেবে শিরোপাধারী অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ৷

প্রতিবেদক: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক