1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইরিশদের হারিয়ে গ্রুপ সি’র শীর্ষে ক্রোয়েশিয়া

১১ জুন ২০১২

ইটালির সাথে ১-১ গোলে ড্র করে বেশ চাপের মুখে স্পেন৷ তবুও শেষ পর্যন্ত ড্র করে অন্তত মান বাঁচিয়েছেন চেস্ক ফাব্রেগাস৷ এদিকে, আয়ারল্যান্ডকে ৩-১ গোলে নাস্তানাবুদ করে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখছে ক্রোয়েশীয় স্কোয়াড৷

https://p.dw.com/p/15Bv3
ছবি: Reuters

আন্তোনিও ডি নাতালের গোলে ইটালি এগিয়ে যাওয়ার মাত্র তিন মিনিট পরেই গোল শোধ করেন স্পেনের ফাব্রেগাস৷ কিন্তু স্পেনের জয় নিশ্চিত করার অন্তত তিনটি সুযোগ হাতছাড়া করেন ফেরনান্দো তোরেস৷ ফলে তোরেস স্প্যানিশ ভক্তদের বেশ হতাশ করেছেন রবিবার৷ তাই ক্রীড়া বিষয়ক স্প্যানিশ দৈনিক পত্রিকা ‘মার্সা' শিরোনাম করেছে ‘অনেক সুযোগ নষ্ট করেছি আমরা'৷ তবে ইটালির বিরুদ্ধে মাঠ সাজাতে গিয়ে কোচ ভিসেন্তে দেল বস্কে যে পরীক্ষা চালিয়েছেন ৪-২-৪ লাইন আপ দাঁড় করিয়ে সে ব্যাপারে ইতিবাচক মত দিয়েছে ‘মার্সা'৷

অবশ্য ইটালির বিরুদ্ধে বস্কের দলের বেশ সমালোচনা করেছে ‘এল পায়েস'৷ তারা সোমবারের অনলাইন সংস্করণে লিখেছে, ‘‘এটা ছিল ঠিক ২০১০ সালে ফুটবল বিশ্বকাপ আসরে সুইস'দের বিরুদ্ধে ভুলসূচনার মতোই''৷ অবশ্য স্পেনের শুধু ড্র নিয়ে সন্তুষ্ট থাকার পেছনে মাঠের ত্রুটিকেও দায়ী করেছে দেশটির কিছু গণমাধ্যম৷ কাতালান পত্রিকা ‘স্পোর্ট' ডানজিগের মাঠকে ‘খটখটে, এবড়ো-থেবড়ো এবং ভঙ্গুর' বলে উল্লেখ করেছে৷

Fussball Irland Kroatien UEFA EURO 2012
জনতার এমন উল্লাসের পরেও হেরে গেল আয়ারল্যান্ড...ছবি: picture-alliance/dpa

এদিকে, পোজনানের মিউনিসিপ্যাল স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে ক্রোয়েশিয়া৷ এই জয়ের ফলে আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে গেছে কোচ স্লাভেন বিলিচের৷ বৃষ্টি ভেজা মাঠে শেষ বাঁশি বাজার পরই বিলিচের উচ্ছ্বাস ভরা মন্তব্য, ‘‘আজ রাতে আমরা দেখিয়েছি যে, আমরা খেলতে পারি৷ কোন কোন সময় আইরিশরা অধিকতর ভালো দল হতে পারে৷ কিন্তু আজকের খেলার সার্বিক দিক বিবেচনা করলে এটা স্পষ্ট যে, আমরা আরো বেশি ভালো দল৷ আমাদের এখন তিন পয়েন্ট এবং আমরা গ্রুপের শীর্ষে রয়েছি৷ ফলে আমাদের জন্য আরেকটি জয়ই কোয়ার্টার ফাইনালে যেতে যথেষ্ট হবে৷''

বুন্ডেসলিগার অন্যতম ফেভারিট দল ভোল্ফসবুর্গের তারকা মারিও মান্ডসুকিচ একাই দুই গোল করেছেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে৷ খেলা শুরুর মাত্র তিন মিনিটেই প্রথম গোল করে ১-০ অবস্থানে ক্রোয়েশিয়াকে নিয়ে যান মান্ডসুকিচ৷ আর বিরতির পর তাঁর দ্বিতীয় গোলের ফলে ব্যবধান গিয়ে দাঁড়ায় ৩-১ গোলে৷ ফলে ২৬ বছর বয়সি স্ট্রাইকার বেশ প্রশংসা কুড়িয়েছেন বিলিচের৷ স্বাভাবিকভাবেই ক্রোয়েশিয়া-আয়ারল্যান্ড খেলায় সেরা খেলোয়াড় হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তিনি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (ডিপিএ, এএফপি)

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য