1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপড পুরস্কার পেয়ে দারুণ খুশি

১৩ জানুয়ারি ২০১২

রংপুর থেকে মোঃ রায়হান কবির (সোনা) লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত মনেযোগের সাথে শুনি৷ কয়েকদিন আগেই আমি চিন্তা করলাম আপনাদের আনুষ্ঠান আমি আমার মোবাইল ফোনে রেকর্ড করবো৷

https://p.dw.com/p/13jMp

যেমন ভাবা তেমনি কাজ৷ সেদিন থেকে আজকের এই দিন পর্যন্ত সবগুলো অনুষ্ঠান মোবাইল ফোনে রেকর্ড করে আমার কম্পিউটারে সংরক্ষণ করেছি৷

অনুষ্ঠানে শুনলাম সাহার গুলের উপর অত্যাচারের কাহিনী৷ কয়েকদিন আগেই মোনালিসা পর্বে নেপালে সরস্বতীর করুণ কাহিনী শুনেছিলাম৷ নারীরা কি সারাজীবন এভাবেই নির্যাতিত হতে থাকবে ? মন্তব্য জিয়াগঞ্জ থেকে বোন চৈতালী ব্যানার্জীর৷

আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি৷ আজ জেনে খুশি হলাম আপনাদের শ্রোতা সম্মেলন আগামী ২৩ ফ্রেরুয়ারি ২০১২ অনুষ্ঠিত হবে৷ আমি উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে ইচ্ছুক৷ আমাকে অবশ্যই আমন্ত্রণ জানাবেন৷ মো.জসীম উদ্দিন, কেন্দ্রীয় হিসাব বিভাগ-২, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রধান কার্যালয়, রাজশাহী৷

আগামী ২৩শে ফেব্রুয়ারি ঢাকাতে শ্রোতা সম্মেলনের আয়োজন করা হবে, এই নিয়ে ফেসবুকের ফ্যান পেজে আপনাদের কোন পোষ্ট দেখলাম না৷ মাহফুজ, ঝাকুনীপাড়া, কুমিল্লা৷

ইনবক্স, আমার প্রিয় বন্ধুরা, আমার সালাম ও শুভেচ্ছা নেবেন৷ আশা করছি সবাই ভালো আছেন৷ আমি খুব ভাল আছি৷ কারণ আমি পুরস্কার বিজয়ী হিসেবে একটি আইপড গতকাল আমার হাতে পেয়েছি৷ আমার যে কি ভাল লাগছে তা বলে বোঝাতে পারবো না৷ আমার পুরস্কার পাওয়াতে আমার তিন বছরের ছেলে মুগ্ধ যে কী খুশি হয়েছে তা বলার নয়৷ ও তো ওটা নিয়ে রীতিমত নাচানাচি করছে৷ আমার স্বামী সোহেল রানা হৃদয় আইপডে গান ডাউনলোড করে দেবে বলেছে৷ আশা করছি এখন থেকে আরো বেশি আপনাদের কাছে পাবো৷ নিয়মিত চলছে সবকিছু৷ ভাল থাকবেন সবাই৷ আমাদের জন্য দোয়া করবেন৷ রওশন আরা লাবনী ফ্রেন্ডস সার্কেল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফসিএবি), ভিউয়ার, আই জি এস এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা৷

ব্রাদারহুড রেডিও লিসনার্স ক্লাব, ঝিনাইদহ থেকে শ্রোতাবন্ধু সাজ্জাদ হোসেন রিজু লিখেছেন, অনুষ্ঠানে শুনলাম আগামী ২৩সে ফেব্রুয়ারি ঢাকায় শ্রোতা সম্মেলনের আয়োজন করা হচ্ছে যার মাধ্যমে শ্রোতারা ডয়চে ভেলের আরো কাছাকাছি আসতে পারবে৷

গ্লোবাল ডয়চে ভেলে ফ্যান ক্লাব, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু সালাউদ্দিন ডলার লিখেছেন রাজশাহীতে শ্রোতা সম্মেলন করার কথা হয়েছিলো৷ তারপরও রাজশাহীতে না করে ঢাকায় করার সিদ্ধান্ত নেয়া হলো কেন ?

- ঢাকা হচ্ছে রাজধানী - এমন একটি জায়গা যা সবার জন্যই কিছুটা সুবিধাজনক৷ নানাদিক চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আমরা জানি অনেকের অনেক অসুবিধা থাকতে পারে তারপরও আমরা অনুরোধ করবো এবং আশা করবো ঢাকায় জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে আপনাদের সবান্ধব উপস্থিতি৷

গোল্ডেন ডি-এক্স ক্লাব , জিয়াগঞ্জ থেকে ডা. সিদ্ধার্থ সরকার জানতে চেয়েছেন, আমাদের ফেসবুকে ডিসকাশন বোর্ডের আলোচনা বেশ জমে উঠেছিলো কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কেন ?

- ডয়চে ভেলে বন্ধ করেনি, ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক