1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইআইজের প্রশিক্ষণ

১৯ নভেম্বর ২০১২

জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর সাংবাদিকতা বিষয়ক প্রতিষ্ঠান আইআইজে’র উদ্যোগে প্রায় দুই মাসব্যাপী ‘রাজনৈতিক সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ চলছে বার্লিনে৷ বাংলাদেশসহ আটটি দেশের ১৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন এই কর্মসূচিতে৷

https://p.dw.com/p/16cSc
The owners of the photos have sent these and authorised DW to use these. Zulieferer: Ahm Abdul Hai. Titel 3: Journalist Ahidul Islam, Teilnehmer in der Training über Politische Journalismus, in Berlin Text: Journalist Ahidul Islam, Teilnehmer am Training über Politischen Journalismus, in Berlin Datum: 19.08.2012 Eigentumsrecht: Ahidul Islam, Dhaka, Bangladesch Stichwort:  Bangladesch, Bangladesh, Ahidul, Islam, Journalist, IIJ, Berlin
ছবি: Ahidul Islam

জার্মানির রাজধানী বার্লিনে আইআইজে'র প্রশিক্ষণ কর্মসূচিতে এবার বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সিনিয়র রিপোর্টার রাকিব হাসনাত সুমন এবং একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার অহিদুল ইসলাম৷

রাজনৈতিক খবর পরিবেশনের ক্ষেত্রে পেশাগত উৎকর্ষতায় এই প্রশিক্ষণ কতোটা সহায়ক - এমন প্রশ্নের উত্তরে ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে অহিদুল ইসলাম বলেন, ‘‘রাজনৈতিক খবর পরিবেশন করতে গিয়ে সাংবাদিকরা কী ধরণের সমস্যার মধ্যে পড়ে, কীভাবে রাজনৈতিক খবর পরিবেশন করা উচিত সেসব বিষয়ে এই কর্মসূচিতে আলোচনা হচ্ছে৷ এছাড়া আমরা যে আটটি দেশ থেকে অংশগ্রহণকারী রয়েছি সেসব দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময় ও জানার সুযোগ পাচ্ছি৷''

Journalist Rakib Hasnet Suman, Teilnehmer in der Training über Politische Journalismus, in Berlin Bildunterschrift:  Rakib Hasnet Suman, Teilnehmer in der Training über Politische Journalismus, in Berlin Text: Rakib Hasnet Suman, Teilnehmer in der Training über Politische Journalismus, in Berlin Datum: 21.10.2012 Eigentumsrecht: Rakib Hasnet Suman, Dhaka, Bangladesch Rechte geklärt. Zulieferer: Ahm Abdul Hai
সাংবাদিক রাকিব হাসনাত সুমনছবি: Rakib Hasnet Suman

এই প্রশিক্ষণের কোন বিষয়গুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন - এই প্রশ্নের জবাবে রাকিব হাসনাত সুমন বলেন, ‘‘এই প্রশিক্ষণে অংশ নিয়ে আমি অনেকগুলো পেশাগত ব্যবহারিক এবং তাত্ত্বিক নতুন নতুন বিষয়ে ধারণা পেয়েছি৷ বিশেষ করে রাজনৈতিক খবর, নির্বাচনি খবর এবং রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের খবর পরিবেশনের ক্ষেত্রে অনেক অজানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো বাংলাদেশের গণমাধ্যমে তেমনভাবে চর্চা করা হয় না৷''

Training on political reporting - MP3-Mono

আইআইজে'র প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশের প্রেক্ষিতে কীভাবে কাজে লাগানো সম্ভব - সেব্যাপারে সাংবাদিক সুমনের বক্তব্য, ‘‘আজকে আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর বার্লিন দপ্তরে গিয়েছিলাম৷ সেখানে একটি বিষয় আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে৷ সেটা হলো রাজনৈতিক দলগুলোকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে এবং বাংলাদেশেও দুর্নীতির বিস্তার ভয়াবহ৷ আর এসব বিষয় নিয়ে প্রতিবেদন তৈরির বিভিন্ন প্রেক্ষাপট আমাদের সামনে ফুটে উঠেছে৷ ফলে এসব বিষয়ে অনেক নতুন খবর ও প্রতিবেদন করা সম্ভব হবে৷''

এ বিষয়ে অহিদুল ইসলাম মনে করেন, ‘‘নির্বাচনের সময় যে অর্থায়ন তথা রাজনৈতিক দলগুলো যে টাকা খরচ করে সে বিষয়টি নিয়ে বাংলাদেশে খুব বেশি রিপোর্টিং হয় না৷ অথচ নির্বাচনের সময় যে টাকা লেনদেন হয়, তার মধ্য দিয়েও রাষ্ট্রের মধ্যে দুর্নীতি ঢুকে যায়৷ কারণ নির্বাচনের সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং কর্পোরেশন থেকে যে মোটা অঙ্কের অর্থ রাজনীতিবিদরা গ্রহণ করেন, পরে তাদেরকে বিভিন্ন ধরণের বৈধ-অবৈধ সুযোগ-সুবিধা দিতে হয়৷ এ বিষয়গুলি নিয়ে আমরা বাংলাদেশে কাজ করতে পারবো বলে আমি মনে করি৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য