1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিজাইন গুরু

২১ এপ্রিল ২০১২

বিখ্যাত মার্কিন কোম্পানি অ্যাপল’এর নতুন একটি পণ্য তৈরির জন্য কাজ শুরু করেছেন নকশাবিদ ফিলিপ স্টার্ক৷ স্বাভাবিকভাবেই, পণ্যটি কি হতে পারে – সেটা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা৷

https://p.dw.com/p/14io3
New Apple MacBook, left, and MacBook Pro, right, are seen on display during a product announcement at Apple headquarters in Cupertino, Calif., Tuesday, Oct. 14, 2008. (ddp images/AP Photo/Paul Sakuma)
MacBook Pro und Apple MacBookছবি: AP

আদতে ফ্রান্সের বাসিন্দা ফিলিপ স্টার্ক৷ নকশাবিদ হিসেবে তাঁর বেশ নাম আছে৷ আইগড'এর অ্যাপেল কোম্পানির সঙ্গে হাত মেলানোর আগে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, নাইট ক্লাব, টুথব্রাশ, ট্রাভেল কার্ডসহ নানা রকমের রকমারি পণ্যের নকশা করেছেন ফিলিপ৷ এমনকি, অত্যাধুনিক একটি ‘স্পিকার' নকশা করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর৷

তবে বিখ্যাত কম্পিউটার কোম্পানি অ্যাপেল'এর জন্য নকশা করা নতুন এই পণ্যটিকে ফিলিপ তাঁর অন্য সব পণ্যের থেকে আলাদা করে দেখছেন৷ শুধু তাই নয়, পণ্যটি ঠিক কি ধরনের – সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য না দিলেও, তাকে ‘বৈপ্লবিক' বলে আখ্যা দিয়েছেন স্টার্ক৷

আর সেটা হবে নাই বা কেন? শোনা যাচ্ছে, নতুন এই পণ্য তৈরির ক্ষেত্রে অ্যাপল'এর প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবস'এর সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেন ফরাসি এই ‘ডিজাইনার'৷ ফিলিপ স্টার্ক'এর নিজের কথায়, ‘‘গত প্রায় সাত বছর ধরে মাসে অন্তত একবার স্টিভ জবস'এর সঙ্গে আমার দেখা হয়েছে৷ এমনকি ৫ই অক্টোবর ক্যালিফোর্নিয়ার ‘পালো আল্টো'তে নিজ বাড়িতে জবস মারা যাওয়ার পর, আমি কিন্তু এখনও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাই৷ কথা বলি স্টিভ'এর স্মৃতি নিয়ে, তাঁর স্বপ্নগুলো নিয়ে৷''

euromaxx fragebogen philippe starck 2
ফিলিপ স্টার্কছবি: dw-tv

সম্প্রতি রেডিও ফ্রান্স ইনফো'কে দেওয়া এক সাক্ষাত্কারে অ্যাপল'এর নতুন পণ্য তৈরিতে নিজের সংশ্লিষ্টতার কথা জানান ৬৩ বছর বয়স্ক নকশাবিদ ফিলিপ স্টার্ক৷ আর বলেন যে, আগামী আট মাসের মধ্যে, মানে বড়দিনের আগেই নাকি এই নতুন পণ্যটি বাজারে ছাড়বে অ্যাপেল৷

ওদিকে, ‘ফোর্বস' জানিয়েছে, আট মাসের মধ্যে অ্যাপল যেসব পণ্য আনতে পারে সে তালিকায় রয়েছে আরো উন্নত আইফোন, আইম্যাক, ম্যাকবুক এয়ার এবং অ্যাপল টিভি৷ এছাড়া শীঘ্রই অ্যাপল'এর হেডফোনেও পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে৷

প্রসঙ্গত, অ্যাপল পণ্য নকশা করার ক্ষেত্রে ফিলিপ স্টার্ক'এর আগে কোনো সংশ্লিষ্টতা ছিল না৷

প্রতিবেদন: দেবারতি গুহ, এএফপি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য