1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্থির থাইল্যান্ড

৩১ মার্চ ২০১২

ক্রমেই অস্থির হয়ে উঠছে থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চল৷ শনিবার ইয়ালা প্রদেশে সিরিজ বোমা হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে৷ আহত হয়েছে প্রায় শ‘খানেক মানুষ৷ থাই কর্তৃপক্ষ এই ঘটনার জন্য বিচ্ছিন্নতাবাদীদের সন্দেহ করছে৷

https://p.dw.com/p/14Vml
Security personnel officer stands guard at the site of a bomb attack in Thailand's southern Yala province.
শনিবারের বোমা বিস্ফোরণের পর কড় সেনা পাহারাছবি: Reuters

শনিবার দুপুরে ইয়ালা প্রদেশের ব্যস্ত এলাকাতে এই বোমা হামলার ঘটনা ঘটে৷ দক্ষিণাঞ্চলের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল প্রামতো প্রোমিন জানান, তিনটি বোমার বিস্ফোরণ ঘটেছে৷ প্রথম বোমাটি একটি গাড়ির মধ্যে রাখা ছিলো৷ বাকি দুটি রাখা ছিলো মোটরসাইকেলে৷ স্থানীয় গভর্নর দেথরাত সিমসিরি জানান, মাত্র একশ' গজের মধ্যেই বোমাগুলো বিস্ফোরিত হয়৷ বিস্ফোরণে গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়৷ টিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর সেখানে আগুন নেভাতে দমকল বাহিনী কাজ চালাচ্ছে৷ গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে৷ এছাড়া থাই কর্তৃপক্ষের বম্ব স্কোয়াডের সদস্যরা ওই এলাকা পরিদর্শন করেছে৷

এদিকে ইয়ালার কেন্দ্রস্থল ছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে শনিবার৷ পুলিশ জানিয়েছে, পাত্তানি প্রদেশের মায়ে লান জেলাতেও বিচ্ছিন্ন আরও একটি মোটারসাইকেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ এতে এক পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে৷ এছাড়া ইয়ালা থেকে ১৬০ কিলোমিটার দূরে হাত ইয়াই নামক জায়গাতে একটি হোটেলেও বিস্ফোরণ ঘটে৷ প্রথমে পুলিশ একে বোমা বিস্ফোরণ বলে মনে করলেও পরে দেখা যায় হোটেলটির গ্যাস সরবরাহের পাইপলাইন ফুটো হয়ে যাওয়ায় এই বিস্ফোরণ হয়েছে৷

এদিকে এই ঘটনার জন্য স্থানীয় মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের সন্দেহ করছে থাই কর্তৃপক্ষ যদিও এখন পর্যন্ত কেউ এই বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি৷ ইয়ালা প্রদেশের গভর্নর দেথরাত সিমসিরি বলেন, ‘‘আমরা এখনও নিশ্চিত নই কোন মুসলিম গ্রুপ এই ঘটনার পেছনে রয়েছে৷ তবে আমরা খতিয়ে দেখছি৷''

Police and forensic experts investigate the site where a man was injured when a bomb he was carrying exploded, in central Bangkok February 14, 2012. The man, thought to be Iranian, was seriously wounded when the bomb he was carrying exploded and blew one of his legs off, police and a government spokeswoman said. Shortly before, there had been an explosion in a house the man was renting in the Ekamai area of central Bangkok, government spokeswoman Thitima Chaisaeng told reporters. REUTERS/Damir Sagolj (THAILAND - Tags: CIVIL UNREST CRIME LAW)
ফাইল ছবিছবি: Reuters

উল্লেখ্য, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ইয়ালা প্রদেশটিতে মুসলমানদের সংখ্যা বেশি৷ এছাড়া আরও দুটি প্রদেশ পাত্তানি এবং নারাথিবাতও মুসলিম অধ্যুষিত অঞ্চল৷ এই অঞ্চলের মুসলমানরা দীর্ঘদিন ধরে বৈষম্যের অভিযোগ তুলে আসছে৷ সাম্প্রতিক বছরগুলোতে সেখানে ক্রমেই স্বাধীনতার দাবিতে একাধিক গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে৷ এই পর্যন্ত সহিংসতায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে কয়েক হাজার বৌদ্ধ ও মুসলমান প্রাণ হারিয়েছে৷ বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে এই সব অঞ্চলে জরুরি আইন জারি করেছে থাই সরকার৷

গত জানুয়ারি মাসে সেনাদের গুলিতে চারজন মুসলমান নিহত হয়৷ গত সপ্তাহে থাই সেনাবাহিনী ভুলবশত: তাদের গুলি করার কথা স্বীকার করেছে৷ এর আগে বিগত ২০০৪ সালে তাক বাই শহরে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত জন মারা যায়৷ এইসব কারণে থাইল্যান্ডের মুসলমি অধ্যুষিত দক্ষিণাঞ্চলে অস্থিরতা বাড়ছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, এএফপি/এপি/রয়টার্স/ডিপিএ
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য