1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অষ্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

৪ আগস্ট ২০০৯

অষ্ট্রেলিয়াতে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তে, ভারতীয় অনেক ছাত্রের শিক্ষাজীবন এখন অনিশ্চিত৷ এরফলে এসব শিক্ষার্থীদের পরিবারগুলোও বিরাট বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছে অনেকে৷

https://p.dw.com/p/J3ER
ফাইল ফটোছবি: picture-alliance/ ZB

প্রবাসী ছাত্রদের বেশ কিছু সংগঠন আশঙ্কা প্রকাশ করে বলছে যে, এর কারণে শুধু ছাত্ররাই ক্ষতিগ্রস্থ হবেন তা নয়, তাদের পরিবারগুলোও বিরাট বিপর্যয়ের মুখে পড়বে৷

অষ্ট্রেলিয়াতে ভারতীয় ছাত্রদের শিক্ষাজীবনে এই অনিশ্চয়তা শুরু হয়েছে বেশ কয়েক মাস আগেই৷ বলা যায়, এই ঘটনার পেছনের ঘটনা হচ্ছে, বর্ণ বৈষম্য৷

মে মাসের মাঝামাঝি সময়ে বেশ কিছু অষ্ট্রেলিয়ান ছাত্রের সঙ্গে ভারতীয় ছাত্রদের সংঘর্ষ ঘটে৷ এরপর ভারতীয় ছাত্রদের উপর হামলার ঘটনাও ঘটে বেশ কয়েকবার৷ ভারতের বিভিন্ন ছাত্র সংগঠন তখন বিষয়টির প্রতিবাদ জানায়৷ ভারতের আর কোন ছবি অষ্ট্রেলিয়াতে নির্মিত হবে না বলেও জানায় মুম্বাই ফিল্ম ইন্ডাসট্রি৷ সব কিছু মিলিয়ে ভারতের সঙ্গে অষ্ট্রেলিয়ার তৈরি হয় কূটনৈতিক টানাপোড়েন৷

তবে ব্যাপারটি অনেক বেশি নাড়া খায় যখন অষ্ট্রেলিয়ার সরকার দেশটির অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়৷ যেখানে ভারতীয় ছাত্রের আধিক্য ছিল অনেক বেশি৷

দেশটির একটি বেসরকারি টিভি চ্যানেলে বিদেশী ছাত্রদের অষ্ট্রেলিয়াতে কীভাবে প্রতারনা করে ভর্তি করা হয় তা প্রচার করে৷ এমন কি প্রতারক চক্র যে ঐসব ছাত্রের অষ্ট্রেলিয়াতে থাকার ব্যাপারে উৎসাহ দেয় তাও বলা হয়৷ এরপরই দেশটির সরকার বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়ার মতো সিদ্ধান্ত নেয়৷

অষ্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জুলিয়া গিলার্ড বলছেন, অষ্ট্রেলিয়াতে বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো বাইরের ছাত্রদের কাছে প্রচুর চাহিদা ৷ কিন্তু ঐসব বিশ্ববিদ্যালয় আধুনিক কোন শিক্ষা এখনো দিতে পারেনা৷ সেই সব বিশ্ববিদ্যালয় এখনই বন্ধ করা উচিত৷

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এই বিষয়ে বলেন, অনেক শিক্ষার্থীই অষ্ট্রেলিয়াতে পড়তে আসে যাদের যোগ্যতা খুবই নিচু মানের৷যাদের অষ্ট্রেলিয়াতে ভালো এবং যুগোপোযোগী কোন বিষয়ে পড়ার কোন যোগ্যতা নেই৷ তবে প্রতারক চক্রের কারণে এইসব শিক্ষার্থীর জীবন এখন ধ্বংস হয়ে যাবে তা হতে পারে না৷

ছাত্র সংগঠনগুলো প্রতারক চক্রের শাস্তি দাবি করেছে৷ ভারতীয় ছাত্র কল্যাণ সংস্থার প্রধান গৌতম গুপ্ত বলছেন, এই ঘটনার জন্য ভারতীয় প্রায় পাঁচ হাজার ছাত্রের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে৷ সেই সঙ্গে সমস্যায় পড়বে তাদের পরিবারও৷ যারা সম্পত্তি বিক্রি করে তাদের সন্তানদের উন্নত জীবনের আশায় অষ্ট্রেলিয়াতে পড়তে পাঠিয়েছে৷

বর্তমানে অষ্ট্রেলিয়াতে পড়াশুনা করে এমন ভারতীয় ছাত্রের সংখ্যা প্রায় ৯৩ হাজার৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আবদুস সাত্তার