1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ

১৪ জুন ২০১৩

একটি শব্দ দেয়ালে লেখায় জেলে যাওয়া, প্রতিবাদে নগ্ন হওয়া৷ অপরাধ, শাস্তি, প্রতিবাদ – সবই যেন বিতর্কিত তিউনিশিয়ায়৷ নগ্ন হয়ে প্রতিবাদ জানানো তিন ইউরোপীয় তরুণীকে চার মাসের কারাদণ্ড দিয়েছে আদালত৷

https://p.dw.com/p/18oyS
ছবি: AFP/Getty Images

ফ্রান্সের পাউলিন অলিয়ের এবং মারগারিয়েতে স্তেয়ার্ন আর জার্মানির জোসেফিন মার্কমান – ১৯ থেকে ২৭ বছর বয়সি এই তিন তরুণী তিউনিসে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন শুধু ডেনিমের একটা শর্টস প'রে৷ গতমাসের এ ঘটনা তখনই বেশ সাড়া জাগিয়েছিল৷ তিনজনই ‘ফেমেন'-এর সক্রিয় সদস্য৷ ইউক্রেনের নারীবাদী সংগঠন ‘ফেমেন' যেখানে বিতর্ক, অল্পতেই ব্যাপক প্রচার – এসব তো থাকবেই৷ অনেক সময় প্রতিবাদের কারণটাও হয়ে যায় গৌণ৷ তিউনিশিয়াতেও যেন তা-ই হচ্ছে৷ আমিনা টাইলার নামের তিউনিশীয় যে তরুণী দেয়ালে শুধু ‘ফেমেন' শব্দটি লেখার অপরাধে জেলে গেলেন, যাঁর কারণে ‘ফেমেন'-এর তিন কর্মী সুদূর ইউরোপ থেকে প্রতিবাদ জানাতে গেলেন মুসলিম অধ্যূষিত দেশে এখনো বেমানান এক ভঙ্গিতে, সেই মেয়ের কথা এখন আর তেমন করে আসছে না সংবাদ মাধ্যমে৷

Prozess Femen-Aktivistin Amina Tyler
ফেমেন সদস্যদের প্রতিবাদছবি: AFP/Getty Images

তাই তিউনিশিয়ার আদালত জনগণের নীতিবোধে আঘাত করা এবং অশোভন আচরণ করার অপরাধে তিন তরুণীকে চার মাস একদিনের কারাভোগের আদেশ দেয়ার পর সেই আমিনা একেবারেই আলোচনায় নেই৷ বরং খোলা বুকে আড়াআড়িভাবে ‘আমিনাকে ছেড়ে দাও'-এর পাশাপাশি ‘নীতিবোধ গোল্লায় যাক' – এ কথা লিখে প্রতিবাদ জানানো তরুণীদের ‘কঠোর শাস্তি' দেয়ার কারণেই বইতে শুরু করেছে উদ্বেগ আর প্রতিবাদের হালকা স্রোত৷ ‘ফেমেন'-এর নেত্রী ইনা শেভচেঙ্কো মনে করেন, আদালতের এমন শাস্তি ঘোষণায় তিউনিশিয়া আরো প্রতিবাদমুখর হবে৷ আরব বসন্তের পরও তিউনিশিয়ার এই পরিস্থিতি দেখে তিনি হতাশ, গভীর হতাশা থেকে বলেছেন, ‘‘আরব বসন্ত কোন দিকে যাচ্ছে এখন আমরা বুঝতে পারছি৷ কোনো দেশ স্বাধীন হলে নারীদের স্বাধীনতার বিষয়টিকে সবার আগে রাখতে হয়, অথচ এরা নারী স্বাধীনতাকেই ভয় পায়৷''

মুসলিম প্রধান দেশ তিউনিশিয়ার সাধারণ মানুষ ‘ফেমেন'-এর প্রতিবাদের ধরনকে কতটা ভালো চোখে দেখছে জানা যায়নি৷ বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, এমন প্রতিবাদ তাঁদের খুব অপছন্দ, তাঁরা মনে করেন, পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে সীমিত জ্ঞান নিয়ে ইউরোপীয়দের আরব নারী বাঁচানোয় উদ্যোগী হওয়ার দরকার নেই৷

এসিবি/ডিজি (রয়টার্স, ডিপিএ)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য