1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থব্যবস্থায় সংস্কার আনতে ওবামার নতুন প্রস্তাব

১৮ জুন ২০০৯

যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে মন্দাবস্থা থেকে উদ্ধারের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন এক সংস্কার প্রস্তাব দিয়েছেন৷ মার্কিন অর্থনীতিতে আরো স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা আনতে বেশ কিছু প্রস্তাব রেখেছেন প্রেসিডেন্ট ওবামা৷

https://p.dw.com/p/ISRa
ছবি: AP

মার্কিন বন্ধকী বাজার থেকে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দার শুরু তার কারণ হিসেবে অনেক বিশেষজ্ঞ আঙ্গুল তুলেছেন যুক্তরাষ্ট্রের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতার অভাব এবং দায়িত্বজ্ঞানহীনতার দিকে৷ যদিও সেসব প্রতিষ্ঠানকে উদ্ধারের জন্য মার্কিন সরকার একের পর এক আর্থিক তহবিলের অনুমোদন দিয়ে যাচ্ছে৷ তবে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গোটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর একটি উদ্যোগ নিতে যাচ্ছেন৷ সেজন্য বুধবার তিনি ঘোষণা করেছেন বেশ কিছু সংস্কার প্রস্তাবের৷ এসব প্রস্তাব ঘোষণাকালে ওবামা জানিয়েছেন, বিগত সাত দশকে যে দায়িত্বহীনতা গড়ে উঠেছে, সেগুলোর সংশোধনের জন্য তিনি নতুন বিধি বিধান প্রণয়ন করতে যাচ্ছেন৷ তিনি বলেন, ‘‘আমার প্রশাসন নতুন একটি আর্থিক নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার প্রস্তাব দিচ্ছে৷'' চলতি আর্থিক মন্দার কারণ হিসেবে তিনি দূরদৃষ্টির অভাবকে দায়ী করে বলেন, আর্থিক ব্যবস্থায় অতিরিক্ত দেনা জমে গিয়েছিলো এবং যথেষ্ট পরিমাণে মূলধন ছিলো না৷

Japan USA Wirtschaft Lehman Brothers in Tokio
দূরদৃষ্টির অভাবে অনেক বড় বড় আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গিয়েছেছবি: AP

প্রেসিডেন্ট ওবামার নতুন সংস্কার প্রস্তাবে ফেডারেল রিজার্ভ – অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংককে আরো ক্ষমতা দেওয়া, গোটা দেশের আর্থিক খাতের ওপর নজরদারীর জন্য আরো নতুন নিয়মকানুন চালু করা এবং কোন প্রতিষ্ঠান আর্থিক মন্দায় পড়লে সে প্রতিষ্ঠানে সরকারী হস্তক্ষেপ করার সুযোগ বৃদ্ধির জন্য বলা হয়েছে৷ প্রেসিডেন্ট ওবামা ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য একটি এজেন্সি প্রতিষ্ঠারও প্রস্তাব দিয়েছেন এবং বাড়ি কেনার জন্য ঋণদানে যে ধস নেমেছিলো তার পুনরাবৃত্তি ঠেকাতে ঋণদান চুক্তির নিয়মকানুন আরো সহজ করার প্রস্তাব রেখেছেন৷ উল্লেখ্য, আরো আগেই ভোক্তাদের আর্থিক স্বার্থ রক্ষায় এজেন্সি গঠনের ঘোষণা দিয়েছিলেন তিনি৷

এদিকে নতুন এই প্রস্তাবের সমালোচনাও শুরু হয়ে গেছে৷ রিপাবলিকান দলের প্রভাবশালী সদস্য এরিক ক্যান্টর এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘আমাদের প্রয়োজন কার্যকর নিয়ম কানুন, বাড়তি কোন নিয়ম কানুন নয়৷ বর্তমান প্রশাসন জনগণকে বাদ দিয়ে কেবল সরকারের ওপর বেশী জোর দিয়েছে৷'' মার্কিন চেম্বার অব কমার্স বলেছে, নতুন পরিকল্পনায় কিছু ইতিবাচক সুপারিশ রয়েছে৷ মার্কিন আর্থিক পরিষেবা ফোরামও প্রেসিডেন্ট ওবামার প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সঞ্জীব বর্মন