1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসী মানুষের সংখ্যা বাড়ছে

২৯ নভেম্বর ২০১০

সারাবিশ্বে অভিবাসী মানুষের সংখ্যা ক্রমশ বেড়ে চলছে৷ বর্তমান হারে অভিবাসন চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে অভিবাসী মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪০০ মিলিয়নের ওপরে৷ আন্তর্জাতিক অভিবাসী সংস্থার প্রকাশিত একটি রিপোর্ট তাই বলছে৷

https://p.dw.com/p/QKz9
আফ্রিকা থেকে স্পেনে এসে চলেছে হাজারো অভিবাসীছবি: AP

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে সারা বিশ্বে অভিবাসী মানুষের সংখ্যা ২১৪ মিলিয়ন৷ গত বিশ বছরে যে হারে অভিবাসী মানুষের সংখ্যা বেড়েছে সেই হারে যদি আগামী বছরগুলোতেও অভিবাসন প্রক্রিয়া চলতে থাকে, তাহলে ২০৫০ সালের মধ্যে অভিবাসী মানুষের সংখ্যা হবে ৪০৫ মিলিয়ন৷

‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেসন' এর পেটার শাৎসার বলেন, অভিবাসনের এই বিস্ফোরণের মোকাবিলা করার জন্য সবদেশের সরকারের এখনও তেমন প্রস্তুতি নেই৷ তিনি বলেন, ‘‘বেশিরভাগ সরকারের এ বিষয়টি নিয়ে সুশৃঙ্খল কোনো পরিকল্পনা নেই৷ এমনকী অভিবাসন নিয়ে আলাদা কোনো মন্ত্রণালয়ও নেই৷''

‘দ্য ফিউচার অফ মাইগ্রেসন: বিল্ডিং ক্যাপাসিটিস ফর চেঞ্জ' রিপোর্টটিতে আশংকা প্রকাশ করা হয়েছে, এই বিষয়টি নিয়ে এখনই না ভাবলে এবং যথাযথ পরিকল্পনা গ্রহণ না করলে অভিবাসন প্রক্রিয়ার এই গতি স্তম্ভিত করে তুলবে বিশ্বকে৷ রিপোর্টটিতে বলা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি, অর্থনৈতিক চাহিদা এবং জলবায়ুর পরিবর্তনের কারণে মানুষ এক দেশ থেকে অন্যদেশে যাচ্ছে৷

Griechenland Menschenschmuggel illegale Einwanderer aufgegriffen NO FLASH
২০৫০ সালের মধ্যে অভিবাসী মানুষের সংখ্যা হবে ৪০৫ মিলিয়নছবি: AP

শাৎসার বলছেন, ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে বিশ্ব শ্রমবাজারে উন্নয়নশীল দেশগুলোর এক দশমিক দুই বিলিয়ন শ্রমিক দেখা যাবে৷ এই সময়ের মধ্যে ধনী দেশগুলোর মানুষের বয়স অনেক বেড়ে যাবে৷ নতুন ধরণের কাজের জন্য যেসব লোকজনের প্রয়োজন হবে তা কেবল ঐসব দেশের মানুষ দ্বারা পুরণ করা সম্ভব হবেনা৷ কিন্তু ধনী দেশগুলো উন্নয়নশীল দেশ থেকে আসা এক বিলিয়নের বেশি মানুষকে চাকরি দিতে পারবেনা৷ কেননা, বেশিরভাগ চাকরি সেই সব দেশের মানুষদের জন্যই বরাদ্দ রাখতে হবে৷

অভিবাসনের এই প্রক্রিয়া উন্নয়নশীল দেশের শ্রমশক্তির ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে পারে৷ রিপোর্টে বলা হয়েছে, উন্নয়নশীল দেশের শ্রমশক্তি ২০০৫ সালে ছিল ২ দশমিক ৪ বিলিয়ন৷ ২০৪০ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩ দশমিক ৬ বিলিয়নে৷

অর্থনৈতিক কারণেই যে কেবল মানুষ অভিবাসী হচ্ছে তা নয়৷ রাজনৈতিক আশ্রয় ও পাচার হয়ে আসার কারণেও মানুষ অভিবাসী হচ্ছে৷ জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশগত যে পরিবর্তন ঘটছে তা থেকে মুক্তি পাওয়ার জন্যও কেউ কেউ দেশ ত্যাগ করছেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক