1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপমানিত হোন, মেদ কমান!

১০ ফেব্রুয়ারি ২০১১

গত বছর একটি সংবাদ বেরিয়েছিল একটি এয়ারওয়েজ কোম্পানি এবং একজন চলচ্চিত্র পরিচালককে কেন্দ্র করে৷ হলিউডের পরিচালক কেভিন স্মিথকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়, অতিরিক্ত মোটা বলে৷ সেই পরিচালক এখন আবার সংবাদ শিরোনামে৷

https://p.dw.com/p/10F1A
ফাইল ছবিছবি: Fotolia/Pavel Losevsky

সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমানে চেপে কোথাও যাবার কথা ছিল পরিচালকের৷ হয়তো নতুন কোন ছবির জন্য শুটিং স্পট খুঁজে দেখার জন্য অথবা কোন বন্ধুর নিমন্ত্রণ রক্ষার জন্যই ছিল তাঁর ঐ সফর৷ কিন্তু বিধি বাম৷ তাঁকে বিমান থেকে নামিয়ে নেয়া হলো৷ কারণ আর কিছুই না, অতিরিক্ত মেদের কারণে মুটিয়ে যাওয়া শরীরটি নাকি এক সিটের জন্য যথেষ্ঠ নয়৷

পরিচালক কেভিন স্মিথ একটি মাত্র সিটের জন্যই টিকেট কেটেছিলেন৷ আর টিকেট কাটা সময় তো আর লেখা ছিল না, শরীরের ওজন কত হলে বা বপু বা ভুঁড়ির মাপের সীমা কত হলে তিনি এক সিটে বসতে পারবেন কিংবা তাঁকে নিতে হবে দুই সিট! কিন্তু আগেই বলেছি এ নিয়ে জল অনেক দূর গড়ালেও বিমান কোম্পানির এক কথা, এত মোটা মানুষ তাদের উড়োজাহাজে উঠতে পারবে না৷ আর উঠলেও তাঁকে নিতে হবে দুই সিট৷ ফলে নেমে গেলেন মনের দুঃখে৷

পরে টুইটারে লিখলেন নিজের দুঃখের কথা৷ অবশ্য এই দুঃখ তাঁর বড় উপকার করেছে৷ সারা বছর চেষ্টা করেছেন৷ এরপর এই তো আজই তিনি নিজের টুইটারে জানালেন, এক বছরের ৬৫ পাউন্ড ওজন কমিয়েছেন তিনি৷ আর এজন্য উৎসাহ জুগিয়েছে কিন্তু বিমান সংস্থার কাছ থেকে পাওয়া সেই অপমান৷

তবে মেদ কমিয়ে খুব নাকি খুশি নন তিনি৷ মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে কেভিন বলেছেন, ‘তোমরা বলো এখন আমাকে সুন্দর দেখাচ্ছে৷ কিন্তু আমি বলি কি - আমি আগেই ভালো ছিলাম!'

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী