1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্ধকার দূর করতে সহজ সমাধান

১২ এপ্রিল ২০১৩

বিদ্যুতের অভাব বা লোডশেডিং আমাদের অচেনা নয়৷ গ্রামবাংলায় ঘুটঘুটে অন্ধকারে মোমবাতি বা কুপির ব্যবহার হরহামেশাই চোখে পড়ে৷ কিন্তু ফিলিপাইন্সের এক বস্তিতে আলোর সমস্যা দূর করছে ভারি অদ্ভুত একটি জিনিস৷ নাম তার ‘বোতল বাতি'৷

https://p.dw.com/p/18F6V
ছবি: Getty Images

ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলার এক ঘনবসতিপূর্ণ বস্তিতে আলো এক বড় সমস্যা৷ বাইরে আলো থাকলেও ঘরের মধ্যে অন্ধকার৷ অন্ধকারে মানুষ মোমবাতি অথবা কেরোসিনের বাতি নিয়ে ঘোরাফেরা করে৷ ফলে প্রতি বছর আগুন লাগার অনেক ঘটনা ঘটে৷ ইলাচ দিয়াস নামের এক প্রাক্তন অভিনেতার উদ্ভাবন সেই সমস্যা অনেকটা দূর করছে৷ সূর্যের আলো ধরে দিচ্ছে প্লাস্টিকের বোতল৷ তিনি নিজের এই উদ্ভাবন ছড়িয়ে দেবার চেষ্টা করছেন৷

ফিলিপাইন্সের জনসংখ্যার এক পঞ্চমাংশই গরিব৷ শহরের প্রান্তে বস্তিতে তারা বসবাস করে৷ অনেকের বাসায় বিদ্যুৎ সংযোগ নেই৷ অনেকের সেই সামর্থ্যও নেই৷

Philippinen Projekt Zukunft Global 3000
সহজ পদ্ধতিতে আলোর ব্যবস্থাছবি: DW-TV

সেই দুর্দশা মেটাতেই ইলাচ দিয়াস সাহায্য করতে চান৷ তাঁর বোতল-বাতি যে কোনো জায়গায় তৈরি করা যায়৷ বহু বছর ধরে তিনি টিন ও প্লাস্টিকের বোতল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন, যা সব জায়গায় পাওয়া যায়৷ কারণ বস্তিতে কিছু চালু করতে হলে সেটা গরিব মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকতে হবে৷

ইলাচ মনে করেন, এটা বিশ্বের সবচেয়ে সস্তা বাল্ব৷ এটা তৈরি করতে হয়তো এক ডলারেরও কম লাগে৷ এই প্লাস্টিকের বোতল টিনের চালে বসানো হয়৷ তাতে পানি ভরে দিলে সূর্যের আলো বাসার ভিতর পর্যন্ত পৌঁছে যায়৷ পানি যাতে ঘোলাটে না হয়ে পড়ে, তাই তাতে ব্লিচিং পাউডার মেশাতে হয়৷ যারা এই বাতি তৈরি করে, তাদেরও দু-পয়সা রোজগার হয়৷

ফিলিপাইন্সের শহরগুলির বস্তি অঞ্চলে প্রায় ১৫,০০০-এরও বেশি এমন বোতল-বাতি বসানো হয়েছে৷ ফলে মোমবাতি বা কেরোসিনের বাতি কেনার দরকার হচ্ছে না, পয়সা বাঁচছে৷ একবার একটি বাতি লাগালে তা প্রায় ৫৫ ওয়াট ক্ষমতার বাল্বের কাজ করে৷ সারা বছর আলো পাওয়া যায়৷ বিদ্যুতও লাগে না৷

এই সব বাড়িঘরের বাসিন্দারা সস্তায় আলো পেয়েই খুশি৷ তবে সংগঠন সেইসঙ্গে জলবায়ু পরিবর্তনেরও মোকাবিলা করতে চায়৷ বোতল-বাতি লাগিয়ে ৩,০০০ টনেরও বেশি কার্বন ডাই অক্সাইড-এর নির্গমন কমে গেছে৷ বাতির উদ্ভাবক নিজে কোনো মুনাফা করতে চান না, তিনি শুধু চান এই উদ্ভাবনের ফসল আরও ছড়িয়ে দিতে৷

রাতের বেলাতেও আলোর ব্যবস্থা করতে পারেন ইলাচ দিয়াস৷ বস্তিবাসীরা মোমবাতি, কেরোসিন বাতি বা বিদ্যুতের জন্য যে টাকা খরচ করছিলেন, এবার তা রাতের আলোর পিছনে খরচ করতে পারেন৷

Philippinen Projekt Zukunft Global 3000
ছাদের উপর বোতল বাতিছবি: DW-TV

ছাদে সৌর প্যানেল লাগানো থাকে৷ বোতলের মাধ্যমে দিনের আলো ভিতরে আসে৷ বোতল-বাতির নীচে সৌরশক্তি চালিত বাতি ঠিকমতো ঝুলিয়ে দেওয়া হয়৷ দিনের বেলায় তা চার্জ হয়ে যায়৷

দ্বিতীয় একটি পদ্ধতিও পরীক্ষা করা হচ্ছে৷ এলইডি বাতি সরাসরি বোতলের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়েছে৷ ছাদের উপর সৌর প্যানেল তো রয়েছেই৷

বস্তিবাসীর জন্য নতুন প্রযুক্তি এটা৷ আলো দেয় ঠিকই, কিন্তু একেবারে সস্তায় নয়৷ এখনো এগুলির দাম বেশি বটে, কিন্তু কাজ শেষ হলে এক একটির দাম ১০ ডলারেরও কম হবে বলে আমার আশা৷

এসবি/জেডএইচ