1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অন্তর্বাস বোমা’

৮ মে ২০১২

ইয়েমেন ভিত্তিক আল-কায়েদা বিমান ধ্বংস করতে অন্তর্বাস বোমা তৈরি করেছিল বলে দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ফলে আল-কায়েদার ক্ষমতা নিয়ে নতুন করে তর্ক-বিতর্ক শুরু হয়েছে৷

https://p.dw.com/p/14rYM
European plane maker Airbus released Tuesday July 20, 2004, this computer image of its future A380 super jumbo bearing the colors of Etihad Airways, a newly formed airline from Abu Dhabi which ordered 24 planes from Airbus, including four A380, in a deal worth more than US$7 billion. (AP Photo/Airbus)
ছবি: AP

ওসামা বিন-লাদেনকে সরিয়ে দেওয়ার এক বছর পরেও আল-কায়েদা একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে কিনা, এই নিয়ে যখন বিতর্ক চলছিল, তারই মধ্যে শোনা গেল নতুন হামলার ষড়যন্ত্রের কথা৷ আবার বিমান ধ্বংস করার চক্রান্ত – এবার অন্তর্বাস বোমা দিয়ে৷ তা নিয়ে হামলাকারী বিনা বাধায় সহজেই বিমানবন্দরের নিরাপত্তা বলয় ভেদ করে বিনা বাধায় বিমানে পৌঁছে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে৷

মার্কিন কর্তৃপক্ষ দাবি করছে, মধ্যপ্রাচ্যে কোনো এক দেশের সরকার এমন অন্তর্বাস বোমা উদ্ধার করেছে৷ সম্ভবত ইয়েমেন-ভিত্তিক আল-কায়েদার শাখা এই অভিনব বোমা প্রস্তুত করে কোনো আত্মঘাতী হামলাকারীকে দিতে চেয়েছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানে বিস্ফোরণ ঘটাতে পারে৷ নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিরা বার্তা সংস্থা রয়টার্স'কে জানিয়েছেন, গত ১০ দিনের মধ্যে এই বোমা উদ্ধার করা হয়েছে৷ তবে ষড়যন্ত্রের রূপরেখা চূড়ান্ত হওয়ার আগেই তা ফাঁস হয়ে যায়৷ ফলে কোনো নির্দিষ্ট বিমানে হামলার কোনো আশঙ্কা ছিল না৷ তাদের ধারণা, পলাতক সৌদি জঙ্গি হাসান আল-আসিরি এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত৷ ২০০৯ সালে যে দু'টি হামলা বিফল হয়, তাতে যে বোমা ব্যবহার করা হয়েছিল, তার থেকে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নতুন বোমাটিতে৷

এমন ষড়যন্ত্রের ফলে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইয়েমেন-ভিত্তিক ‘আল-কায়েদা ইন দ্য অ্যারেবিয়ান পেনিনসুলা' বা একিউএপি এখনো বেশ সক্রিয় রয়েছে এবং তারা অ্যামেরিকা ও পশ্চিমা দেশগুলির উপর হামলা চালাতে তৎপর৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কলকাতায় বলেছিলেন, আল-কায়েদার বর্তমান নেতা এইমান আল-জাওয়াহিরি পাকিস্তানেই আত্মগোপন করে আছে বলে সন্দেহ করা হচ্ছে৷ তবে জাওয়াহিরি সরাসরি ইয়েমেন শাখার সঙ্গে যোগাযোগ রাখছে কিনা, তা স্পষ্ট নয়৷ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিয়ন প্যানেটা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকতে হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন (এএফপি, রয়টার্স)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য