1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অক্টোপাস পল’এর নাম এখন বাংলাদেশেও

১৩ জুলাই ২০১০

স্পেনের বিশ্বকাপ জয়, পিলখানা হত্যা মামলার চার্জশিট এবং রবিবার রাত্রে ডিবি কার্যালয়ে নিজামী, মুজাহিদ, গোলাম মাওলার মুখোমুখি হওয়া, এ’সবই নিয়েই আলোড়ন বাংলাদেশের পত্রপত্রিকাতে৷

https://p.dw.com/p/OHfT
Octopus, oracle, Paul,অক্টোপাস পল, বাংলাদেশ
অক্টোপাস পলছবি: AP

স্পেনের জয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া যে কি, তা স্পষ্ট করে বোঝার কোনো উপায় নেই৷ তবে কালের কণ্ঠের প্রতিবেদকের বিশ্লেষণ, স্পেনের এই জয় হল শতবছরের বঞ্চনার ইতিহাসের ক্ষতিপূরণ৷ তাদেরই সংস্কৃতির ছায়ায় লালিত লাতিন ফুটবলকে বিশ্বের সুন্দরতম ফুটবল বলে গণ্য করা হয়৷ এবার ক্লাবসর্বস্ব স্পেন ফুটবলে বিশ্বজয়ী পরাশক্তি হয়ে বসল৷

শুধু বিশ্লেষণ নয়, কিছুটা আবেগ পাওয়া যাবে স্পেনীয়দের আনন্দের বর্ণনায়৷ সমকালের শিরোনাম হল, ‘‘আনন্দে ভাসছে স্পেন''৷ প্রতিবেদক লিখছেন: ‘‘মাদ্রিদে আজ সবাই রাজা৷ সবাই যুদ্ধজয়ী বীর, সবাই লাল জার্সির রঙে রঙিন৷ সবাই ভিভা এস্পানিয়া৷'' যুগান্তরই একমাত্র ইতিমধ্যেই পরের বিশ্বকাপে৷ শিরোনাম দিয়েছে, ‘‘আবার দেখা হবে ২০১৪ সালে ব্রাজিলে''৷ ওদিকে দৈনিক ইত্তেফাক মেসি, কাকা, রোনাল্ডোকে ছেড়ে বিশ্বকাপের যে বড় তারকার গাথা শুনিয়েছে, সে হল আমাদের এই জার্মানির ওবারহাউজেনের অক্টোপাস পাউল বা পল৷ যে সামুদ্রিক প্রাণী আট-আটটা বিশ্বকাপ ম্যাচের জয়পরাজয়ের ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা রাখে, তাকে তো আর উপেক্ষা করা চলে না!

পিলখানা হত্যা মামলার চার্জশিট

এক্ষেত্রে বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের শিরোনামটা উল্লেখ করা যেতে পারে, ‘‘দাবি-দাওয়া ছাড়া হত্যাকাণ্ডের আর কোনো কারণ মেলেনি: পুলিশ''৷ শুধু কথিত দাবি-দাওয়া নিয়েই পিলখানার বিদ্রোহ হয়েছে বলে সিআইডি'র ধারণা৷ ‘‘জওয়ানদের পুঞ্জীভূত ক্ষোভ এবং দাবিদাওয়া থেকেই বিদ্রোহের সূত্রপাত,'' লিখছে প্রথম আলো৷ দৈনিক জনকণ্ঠ যোগ করছে: ‘‘বিডিআর বিদ্রোহের নেপথ্যের কারণগুলোর মধ্যে অন্যতম বিডিআর সদস্যদের মধ্যে সেনা কর্তৃত্ব মেনে না নেয়ার মানসিকতা৷'' চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে বিএনপি নেতা নাসিরুদ্দিন পিন্টু এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলী আছেন৷ কালের কণ্ঠ জানাচ্ছে, প্রধান তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহ্হার আকন্দ'কে এদের সংশ্লিষ্টতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এটি কোনো রাজনৈতিক বিষয় নয়৷ সে ক্ষেত্রে তাদের রাজনৈতিক পরিচয় আমাদের তদন্তে বিবেচ্য হয়নি৷''

ডিবি কার্যালয়ে নিজামী, মুজাহিদ, গোলাম মাওলা মুখোমুখি

পত্রপত্রিকাগুলি নাটকীয় ভাবেই দেখছে কাহিনীটিকে৷ জামায়াতে ইসলামী সমর্থিত চারদলীয় জোট আগামীতে সরকার গঠন করতে পারলে হিযবুত তাহ্রীরের ওপর নিষিদ্ধাদেশ প্রত্যাহার করার আশ্বাস দিয়েছিলেন নিজামী, জিজ্ঞাসাবাদে গোলাম মাওলা এ'ধরণের তথ্য দিয়েছেন, বলে জানায় সমকাল৷ কালের কণ্ঠ এক জিজ্ঞাসাবাদকারীর সূত্রে জানাচ্ছে যে, মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছেন জামায়াত নেতারা৷ এবং বিএনপির কাছ থেকে প্রত্যাশিত সহায়তা না পেয়ে চরম হতাশ তাঁরা৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই