1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলের আলো আঁধার

১ আগস্ট ২০১১

কাবুলের কার্তে সে’ এলাকায় ধনী-দরিদ্র, আফগান সংসদ এবং গণতন্ত্রের ঘোর বিরোধী, সকলকেই পাওয়া যাবে৷ তবে তরুণ প্রজন্ম যেটা সবচেয়ে বেশি করে চায়, তা হল শিক্ষা৷

https://p.dw.com/p/127G2
Nur für das Projekt: 9/11 Spurensuche Afghanistan

২০০১ সালে তালেবানের পতনের সময় কাবুলের জনসংখ্যা ছিল ছ'লাখ৷ এখন সেটাই বেড়ে প্রায় ৫০ থেকে ৬০ লাখে দাঁড়িয়েছে৷ এবং হাওয়া কোনদিকে বইছে তা বুঝতে গেলে যেতে হবে কার্তে সে' এলাকায়, যেখানে আফগান সংসদ অবস্থিত৷ নয়তো গোটা এলাকাটা জুড়ে বাড়ি আর রাস্তা তৈরি চলেছে৷ তা'তে কারুর কোনো আপত্তি নেই৷ বাড়িঘর তৈরি হচ্ছে, প্রগতি হচ্ছে, সে তো ভালো খবর৷

Kreuzung mit Sicherheitsaufgebot und Werbung für die privaten Universitäten in Kabul. Foto: Martin Gerner, 02-07. April 2011, in Kabul, Viertel Karte Seh
ছবি: dw

সেকাল আর একাল

কার্তে সে'তে এককালে কাবুলের উচ্চমধ্যবিত্তদের বাস ছিল, ছোট ছোট, সুন্দর সব বাংলো ছিল৷ পরে মালিকরা বাংলো ছেড়ে বিদেশে পালিয়েছেন৷ অন্যদিকে গজিয়েছে যুদ্ধে উৎখাত গ্রামাঞ্চলের মানুষদের মাটির বাড়ি৷ পোল-এ-সর্খ বা লাল ব্রিজটার কাছে ধনী কার্তে সে'র সঙ্গে দরিদ্র কার্তে সে'র মোলাকাত হয়৷ নানা জাতের, নানা ধরনের মানুষ৷ বোর্খা পরা মহিলারা এখানে ব্যতিক্রম৷ মূল সড়কটা পিচঢালা, তা সত্ত্বেও লরি গেলেই ধুলোর ঝড়৷

আসল উপদ্রব ছিল তালেবানের৷ ছোট ব্যবসায়ীদের কাছ থেকেই শোনা: ‘‘ভালো কাপড়-চোপড় পরলেই তারা এসে হাজির হতো৷'' টাকা চাইতো, মারধোর করতো৷ আর এখন? চোর-ছ্যাঁচড়, ডাকাতরা তো আছেই৷ পুলিশ ডাকলে তারাও এসে টাকা চায়, নয়তো জেলে পোরে৷ কাজেই মুখ বন্ধ করে রাখাই ভালো৷

মুলুক যার, টাকা তার

এই এলাকায় ধনী বলতে সাংসদরা তো আছেনই৷ কোন প্রত্যন্ত এলাকা থেকে এসে এ্যাতো অল্পদিনের মধ্যে তারা যে কি করে এ্যাতো পয়সা করে ফেলেন, সেটাই আশ্চর্য৷ তেলের খনি থেকে কালো টাকা, মাদক কি অন্য কিছুর ব্যবসা থেকে কালো টাকা৷ কাবুলে যে এ্যাতো বাড়িঘর তৈরি হচ্ছে, তার টাকা আসছে কোথা থেকে? অনেকের চোখেই সরকার আর মাফিয়ার মধ্যে পার্থক্যটা উপে যাচ্ছে৷ এককালে যারা কার্তে সে'র উপর গোলা দেগেছে, তারাই আজ সংসদে বসে আছে, এই হল অভিযোগ৷ অথচ পশ্চিমের কাছে সেই সংসদই হল আফগানিস্তানের নতুন গণতন্ত্রের প্রতীক৷

Jura-Vorlesung am privaten Ibn Sina Institut. Foto: Martin Gerner, 02-07. April 2011, in Kabul, Viertel Karte Seh
ছবি: dw

শিক্ষাবাজার

অন্যদিকে কার্তে সে'তে একটি বাজার কিন্তু সরগরম: সর্বত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন, কেননা সরকারি প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ভিড় সামলাতে পারছে না৷ শুধু জ্ঞানের তৃষ্ণাই নয়: হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এককালে আইন কি রাজনীতি পড়ার অনুমতি ছিল না, তারা সেনাবাহিনীর কর্মকর্তা হতে পারতো না৷ এবার তারা সেই সুযোগ পেয়েছে এবং তার সদ্ব্যবহার করছে৷ শিক্ষার্থীদের মধ্যে মহিলাদের সংখ্যাও কম নয়৷ তাদের হিজব পরতে হয়, তবে নানা রঙের হিজব পরা যায়৷ লেকচার হলে মহিলারা সামনে বসেন, পুরুষরা পিছনে৷ আসল কথা হল, শুধুমাত্র কাবুলেই মহিলাদের এ' স্বাধীনতাটুকু আছে৷ গাঁয়ের দিকে মেয়েরা এখনও বাড়ির বাইরে পা দিতে ভয় পায়, তা'ও আবার বোরখা পরে৷

প্রতিবেদন: মার্টিন গের্নার/অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: দেবারতি গুহ